কী জানা যাবে শেষ সংবাদে ?

0

সদ্য এনগেজমেন্ট হয়েছে শ্রাবন্তীর। শেষ সংবাদের প্রিমিয়ারে হাজির হলেন সঙ্গী কৃষণ ব্রজকে নিয়ে। মানিয়েও গেল। ছবিতে একটি টেলিভিশন চ্যানেলের ক্রাইম জার্নালিস্টের ভূমিকায় রয়েছেন তিনি। চরিত্রের নাম শর্মিষ্ঠা। তাকে ঘিরেই কেন্দ্রীভূত ছবির গল্প। যার স্বামী ও শ্বশুরবাড়ি খুবই সাপোর্টিভ। কাজের প্রতি তীব্র প্যাশন রয়েছে ওই সাংবাদিকের।

sesh-sangbad-1

 

আর সেখান থেকেই শুরু দ্বন্দ্ব। শর্মিষ্ঠার সত্য খোঁজার পথে বাধা হয়ে দাঁড়ায় তার সংস্থার সিইও। হাল ছাড়ে না শর্মিষ্ঠা। কী করে সে ?  কোন পথে এগোয় ছবির গল্প। জানতে হলে দেখা ছাড়া উপায় নেই।       

পরিচালক পল্লব গুপ্ত’র প্রথম  ছবি ‘শেষ সংবাদ’। প্রযোজক  শৈলেশ চন্দ্র ঠাকুর।

শ্রাবন্তী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন দুলাল লাহিড়ি , প্রদীপ ভট্টাচার্য, পার্থ , সুজয় প্রমুখ।  

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন