bigb-twitter

ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় অন্যতম জনপ্রিয় মুখ অমিতাভ বচ্চন। এই মুহূর্তে নিজের পরবর্তী সিনেমা ১০২ নট আউটের কাজে ব্যস্ত তিনি। তবে ব্যস্ত সময়ের মধ্যেও টুইটারে কিন্তু নিজের অনুগামীদের সঙ্গ দিতে ভোলেন না বিগ-বি।

তবে এই মুহূর্তে কিছুটা চিন্তায় এবং অভিমানে রয়েছেন বলিউডের শাহেনশাহ। সম্প্রতি তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে অনুগামীর সংখ্যা রীতিমতো কমে গেছে। প্রায় দু’লাখের মতো। ফলে বেশ হতাশ তিনি। যা নিয়ে ব্যঙ্গ করে টুইটার বিরুদ্ধে পোস্ট করে টুইটার ছাড়ার হুমকিও দিয়েছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন,“T ২৫৯৯ টুইটার। তোমরা আমার অনুরাগী সংখ্যা কমিয়ে দিয়েছ। হাহাহাহাহাহ!!!!! মজার ব্যাপার। সময় এসে গেছে তোমাদের ছেড়ে দেওয়ার। নদীতে আরও অনেক মাছ আছে।”

বিরক্তি প্রকাশ করে তিনি বলেন,”ধন্যবাদ টুইটার। তোমাদের সততা, পরিষ্কার কাজের জন্য। সততার শীর্ষে তোমরা। এ ভাবেই প্রেরণা দিয়ে চল।”

এখানেই থামেননি তিনি। ফের কটাক্ষ করে পোস্ট করে তিনি বলেন, “প্রিয় টুইটার কর্তৃপক্ষ, এ পুরো অবাক করার মতো কাণ্ড যে অনুগামীর সংখ্যা একই হয়ে রয়েছে। খুব ভালো। তোমরা পারো কী করে, স্কোর বোর্ডকে একই রেখে প্রতি বলে ছয় মারতে।”

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here