এবার মা হতে চলেছেন অভিনেত্রী বিপাশা বসু। বিপাশা ও করণ সিং গ্রোভার তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন। আলিয়া ভাট, সোনম কাপুর, ডিম্পি গঙ্গোপাধ্যায় এঁদের খবর আগেই পাওয়া গিয়েছে? এবার চর্চায় ক্যাটরিনাও।
বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের ঘরে আসতে চলেছে ফুটফুটে সন্তান, এমনটাই খবর। খুব শীঘ্রই নাকি মা হওয়ার সুখবরটি জানাতে চলেছেন বঙ্গ তনয়া। গত ৩০শে এপ্রিল নিজেদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন করণ-বিপাশা।
দুই তারকা ২০১৫ সালে ভূষণ প্যাটেলের ভৌতিক সিনেমা ‘অ্যালোন’ একসঙ্গে করেন। এই সিনেমার শুটিং চলাকালীন দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৬ সালে বিপাশা ও করণ বিয়ে করে নেন। বিয়ের প্রায় ৬ বছরের মাথায় বিপাশা মা হতে যাচ্ছেন।
আরও পড়তে পারেন :
ছোটোপর্দায় কাজ করেছেন যেসকল ভোজপুরি অভিনেত্রীরা
হইচই ওয়েব প্ল্যাটফর্মে দ্বিতীয় রহস্য রোমাঞ্চ সিরিজ আনতে চলেছেন অঞ্জন দত্ত, প্রকাশ্যে ছবির চরিত্র