ওয়েবডেস্ক: রবিবার তো কী হয়েছে। জিমে গিয়ে শরীর ভাঁজার কাজে ছুটি আবার কীসের বলিউডের মাস্লম্যান টাইগার শ্রফের? তবে তাঁর রবিবাসরীয় কসরত দেখার পর অনেকেই বলছেন, হিউম্যান নন, টাইগার হয়ে উঠেছেন ‘সুপার-হিউম্যান’!
২৯ বছর বয়সি টাইগার নিজের ওয়ার্কআউট স্টেশনে কঠোর অনুশীলন (পড়তে হবে পরিশ্রম) করেন। তবে এ দিন যখন তিনি ২০০ কেজির ডেডলিফট করছিলেন, সেই সময়ের এক টুকরো দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। যা দেখে ইশান খট্টর, শিল্পা শেঠি এবং কুনাল খেমু-সহ তাঁর অগুন্তি অনুগামীরা এক বাক্যে বিস্ময়ে অভিভূত।
ভিডিওয় দেখা যাচ্ছে, প্রশিক্ষকের নির্দেশে তিনি ২০০ কেজির ডাম্বেল তুলছেন। তবে ডাম্বেল মেঝেতে রাখার আগে কয়েক সেকেন্ড থামলেন।
ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে টাইগার লিখেছেন, “এটা অনেকদিন আগেই পার করে এসেছি…২০০ কেজি…হাইস্কুলে এটা অনেক হালকা মনে করতাম”।
সেই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই অতি-ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ১২ লক্ষ বার দেখা হয় সেই ভিডিও। মন্তব্যও অসংখ্য। যেখানে কুনাল লিখেছেন, ‘সুপার স্টাফ ব্রো’…, ইশান লিখেছেন, ‘সুপার-হিউম্যান’ আর শিল্পা লিখেছেন, ‘বাপ রে’!

ভিডিওটা দেখে আপনি-ই বলুন, এটাকে কী বলবেন?
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।