বলি পাড়ায় এখন শুধু একের পর এক বিয়ের সানাই। খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন আথিয়া ও রাহুল।

তবে একাধিক সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ২৩ জানুয়ারি কেএল রাহুল ও আথিয়া শেঠি বিয়ে করছেন। ২২ তারিখে হবে মেহেন্দি অনুষ্ঠান। সেইসঙ্গে আরও শোনা যাচ্ছে যে, সুনীল শেঠির খান্ডালা বাংলোয় বিয়ের যাবতীয় অনুষ্ঠান আয়োজন করা হবে।
তবে সবকিছুই খুব ছিমছাম ভাবে করা হবে বলেই খবর। বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছে খুব বাছাই করে। বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা মাত্র ১০০। তবে অনুষ্ঠানের ভেতরে আমন্ত্রিত অতিথিরা কেউই ফোন ব্যবহার করতে পারবেন না। যাতে বিয়ের কোনও ছবি বাইরে না বেরোয়। সেইরকম নির্দেশ দেওয়া হয়েছে শেঠির পরিবারের পক্ষ থেকে।

এক বন্ধু মারফত দেখা হয়েছিল ভারতীয় দলের ক্রিকেটার কেএল রাহুল এবং আথিয়া শেট্টির। দেখা হওয়ার সঙ্গে-সঙ্গে একে-অপরের প্রেমে পড়েন দুই তারকা। প্রথমে তাঁরা ছিলেন কাছের বন্ধু। সেই বন্ধুত্ব থেকে প্রেম এবং তারপর বিয়ে করতে চলেছেন।

বান্ধবী আথিয়াকে নিয়ে দুবাইতে ছুটি কাটিয়েছেন রাহুল, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দুবাই সফরের বেশ কিছু ছবিও। বছর তিনেক ধরে চুটিয়ে প্রেম করেছেন রাহুল-আথিয়া। এবার রূপকথার গল্পে নতুন অধ্যায়।
ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।