নয়াদিল্লি : ‘রাম লীলা’-র পর আবার সঞ্জয় লীলা বনশলির ছবির সেটা ভেঙে পড়ার ঘটনা ঘটল। দীপিকা পাডুকোন, রণবীর সিংহ ও শাহিদ কাপুর অভিনীত ঐতিহাসিক ফিল্ম ‘পদ্মাবতী’র সেট ভেঙে পড়ল। শুটিং সেট ভেঙে পড়ে মৃত্যু ঘটল এক কর্মীর। মৃতের নাম মুকেশ ডাকিয়া, বয়স ৩৪। পেন্টিং-এর কাজ করতেন মুকেশ। কাজ করার সময় হঠাৎ পাঁচ ফুট উঁচু জায়গা থেকে পড়ে যান তিনি। ঘটনার পর তাঁকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট লেখানো হয় আরে থানায়। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য দলের কারোর সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগ করা যায়নি।
সূত্রের খবর, ছবির সেটটিতে নিরাপত্তার ব্যবস্থা যথাযথ ছিল না। পরিচালক ও নির্মাতা সঞ্জয় লীলা বনশলি মৃতের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বনশলি প্রোডাকশনের সিইও শোভা সান্তা ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলেছেন।
‘পদ্মাবতী’ আগামী বছর ১৭ নভেম্বর মুক্তি পাওয়ার দিন ঠিক হয়েছে।
প্রসঙ্গত, এর আগে সঞ্জয়ের ছবি ‘রাম লীলা’-র সেট ভেঙে পড়ে গুরুতর ভাবে আহত হন এক কর্মী।