
নিজস্ব প্রতিনিধি: রেলশহরের বিয়েবাড়িতে ডাক্তার সূর্যর সঙ্গে দেখা ছায়ার। রক্ষণশীল বনেদি পরিবারের মাতৃহারা মেয়ে!
প্রথম দৃষ্টিতেই প্রেম। বংশগরিমার আতিশয্য সেই সম্পর্কে প্রাচীর তুলে দিল। ফলে ছায়া-সূর্য মিলনের পথে দুর্লঙ্ঘ্য বাধা হয়ে দাঁড়ালেন ছায়ার বাবা এককালের জমিদার ত্রিলোকনারায়ণ। মেয়েকে পাঠিয়ে দিলেন লোকচক্ষুর অন্তরালে। খুঁজে না পেয়ে একদিন হতাশ সূর্য, ডাক্তারির সফল জীবন ছেড়ে হারিয়েই গেল!
মফস্সল শহরে এক অসুস্থ বাচ্চার গৃহশিক্ষক হিসেবে দেখা গেল সূর্যকে। কিন্তু সূর্য তখন তপন। একদিন সেই অসুস্থ বাচ্চাকে নিয়ে পালিয়ে গেল গৃহশিক্ষক তপন!
তপনের বিরুদ্ধে শিশু অপহরণের অভিযোগ করলেন শিশুটির বাবা ব্যবসায়ী রাধানাথ। সাত দিন বাদে শিশুটি ঘরে ফেরার পরে রাধানাথের অভিযোগের ভিত্তিতে তপনের স্থান হল শ্রীঘরে!
তার পর তপনের কী হল? ছায়ারই বা কী হল? ছায়া কি খুঁজে পেল তার সূর্যকে! এ সব জানতে অবশ্যই চোখ রাখতে হবে সিনেমার পর্দায় ।

সম্প্রতি বেহালা দৃষ্টিহীন শিল্পনিকেতনের বিডিএস ভবনে মানিক চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে ‘ছায়াসূর্য’ ছবির প্রচারাভিযানের সূচনা হল। উপস্থিত ছিলেন ছবির সুরকার অতনু দাশগুপ্ত, অভিনেতা প্রশান্ত চট্টোপাধ্যায়, প্রচারবিদ উত্তম বসু, পুরপিতা রূপক গঙ্গোপাধ্যায়, এভারেস্টজয়ী দেবরাজ দত্ত ও বাসুদেব হালদার। ছিলেন কাহিনীবিন্যাস, চিত্রনাট্য পরিবর্তন, পরিবর্ধন, পরিবেশক ও প্রযোজক দিগ্বিজয় চৌধুরী। এটি তাঁর দ্বিতীয় ছবি। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা রীনা চৌধুরী।
ছবিতে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, বিদিশা চোধুরী, চুমকি চৌধুরী ও আরও অনেকে। গীতরচনা মোহিনী চৌধুরী ও ভবিষ্যত চৌধুরীর। নেপথ্য কণ্ঠদানে রয়েছেন অন্বেষা দত্তগুপ্ত, হিমিকা বন্দ্যোপাধ্যায়, সীমন্ত সরকার, স্বর্ণালী বসু ও অনিনাভ।
সাক্ষাৎকারে প্রযোজক দিগ্বিজয় চৌধুরী জানিয়েছেন, বাংলার গ্রাম-মফস্সলের স্পন্দন নিয়ে তৈরি হয়েছে এই ছায়াছবি। আগামী ১৯ শ্রাবণ অর্থাৎ ৫ আগস্ট শুক্রবার দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা ও পুর্ব বর্ধমানের সিনেমাহলে মুক্তি পাবে ‘ছায়াসূর্য’।
৯০-এর দশকে এসে থমকে গিয়েছিল ছায়াছবির উড়ন্ত হ্যান্ডবিল, রিকশায় বসে মাইকে বলতে বলতে যাওয়া, চলচ্চিত্রের গানের বই – সবই দিগ্বিজয়বাবু ফিরিয়ে আনছেন তাঁর ছায়াছবি মুক্তির আগে। তারই একটি, যেমন চলচ্চিত্রের গানের বই উদ্বোধন হল সম্প্রতি।
আরও পড়তে পারেন
ইনস্টাগ্রামে সব পোস্ট মুছে ‘অলবিদা’ জানালেন আদনান, উদ্বিগ্ন ভক্তরা
পাজামা পরে হেটে হাজির বিগ বি, নিজের পোস্ট করলেন ছবি
সোশ্যাল মিডিয়ায় দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বলে ঘোষণা অনুপম খেরের, কটাক্ষ নেটিজেনদের‘
তুমি রানি’, সুস্মিতার পাশে দাঁড়িয়ে প্রশংসা করেলেন প্রিয়াঙ্কা