ওয়েবডেস্ক : ৭২তম কান চলচ্চিত্র উৎসবে দুই দিন রেড কার্পেটে হাঁটার পর ফ্রান্সের বিমানবন্দরে দীপিকা পাডুকোন। বিমানবন্দরেও তাঁকে দেখা গেল যথারীতি মহোময়ী গ্ল্যামারাস একটি সাজে।
এ দিন দীপিকার পরনে ছিল প্যান্ট টিশার্ট আর ওভারকোর্ট। দীপিকা একটি কালো লেদার প্যান্ট পরেছিলেন। সঙ্গে একটি ক্যাজুয়াল টিশার্ট। তার ওপরে ডেনিম ব্লু ওভারকোর্ট। পায়ে কালো রঙের বুট। চোখে ম্যাচিং কালো সানগ্লাস। হাতে ছিল একটি কাল ঝোলা ব্যাগ। দীপিকার এই ছবিটি তাঁর ফ্যান ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
কানের উৎসবের শেষ দিনে দীপিকা একটি লাইম গ্রিন রঙের গিয়ামবাতিস্তা ভ্যালি গাউন পরেছিলেন। খুব পাতলা স্বচ্ছ ফেব্রিকের তৈরি এই পোশাক। কোমরে একটি সোনালি রঙের সিল্কের বেল্ট। গলায় একটি সোনালি রঙের সিল্ক বো ছিল। মাথায় ছিল একটি ম্যাচিং হেয়ার ব্যান্ড। গাউনটি উপর থেকে নিচ পর্যন্ত থাকে থাকে নেমে এসেছে। সামনের ঝুলটি ছোটো পেছনের দিকে গোলাকারে ক্রমশ লম্বা হয়ে মাটির সঙ্গে লোটানো। তাঁর পায়ে নুড স্যান্ডেল।


শুধু এখানেই শেষ নয়। এই উৎসবে ফ্রান্সে থাকাকালীন চমক লাগিয়ে তিনি আরও বেশ কিছু পোশাক পরেছিলেন তার এক ঝলক —-
আরও পড়ুন – কিংবদন্তি আর্নর্ল্ড শোয়ারজেনেগারকে লাথি মারলেন দর্শক, ভিডিও
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।