film
ছবি

ওয়েবডেস্ক : চলছে ক্রিকেট বিশ্বকাপের টানটান মরশুম। বিশেষ করে ভারতীয় ক্রিকেট দল নিয়ে উত্তেজনা এক কথায় তুঙ্গে। দেশের খেলার দিনগুলিতে টিভির পর্দার সঙ্গে আবালবৃদ্ধবনিতার সেঁটে থাকার কথা তো আর বলারই অপেক্ষা রাখে না। সেই সময় যেনতেন ভাবে দেশের দল জেতার জন্য জোর প্রার্থনা থাকে দর্শক আর ক্রীড়াপ্রেমীদের।

তবে খেলা শেষ হলেই কিন্তু উত্তেজনা শেষ নয়। সেই উত্তেজনাকে ধরে রাখতে বরং আরও বাড়িয়ে তুলতে দেখতে পারেন খেলাধুলোর সঙ্গে যুক্ত কিছু ছবিও। এখানে রইল তেমনই কয়েকটি ছবির কথা।

প্রথমেই বলা যায় ‘চাক দে ইন্ডিয়া’ ছবির কথা।

ছবিতে শাহরুখ খান হকি দলের কোচ। দলকে জয়ের জন্য উদ্বুদ্ধ করেছেন তিনি।

রয়েছে ‘লগন’ ছবিও।

ছবিটি ‘ফিল্ম অ্যকাডেমি অ্যওয়ার্ড’ পেয়েছে।

তালিকায় রয়েছে ‘এমএস ধোনি:দ্য আনটোল্ড স্টোরি’।

তারকা ক্রিকেট খেলোয়াড় এমএস ধোনিকে নিয়ে এই ছবি।

দেখতে পারেন ‘ভাগ মিলখা ভাগ’।

দৃঢ়তা এবং কঠোর পরিশ্রমের ছবি ‘ভাগ মিলখা ভাগ’।

তা ছাড়াও দেখে মন ভালো হয়ে যাবে ছবি ‘ধন ধনা ধন গোল’।

খেলা, ভালোবাসা, নাটকিয়তা, দেশাত্মবোধ ইত্যাদির মিশেল এই ছবিটি।

উল্লেখ্য বিশ্বকাপ জেতার প্রেক্ষাপট নিয়ে আসতে চলেছে আরও একটি ছবি। ছবির নাম ‘৮৩’।

আরও পড়ুন – নিজের নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ‘ক্ষমতা’য় ফিরলেন হলিউড তারকা বেলা থ্রন!
dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন