ফ্রন্টাল ন্যুডিটি আছে তাই নন্দনে রিলিজ হচ্ছে না কসমিক সেক্স। তবে কলকাতার বেশ কয়েকটি থিয়েটারে মুক্তি পেতে চলেছে ৫ আগস্ট। খবরটা নতুন নয়। তবু সেই পুরনো খবর আর ছবি নিয়ে তাদের নানা কথা সঙ্গে করে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ছবির পরিচালক ও কলাকুশলীরা।
নন্দনে ছবিটি না দেখানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছেন পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত থেকে মহেশ ভাটের মত বহু বিশিষ্ট জন। অখুশি ছবির প্রধান অভিনেত্রী ঋ-ও। তাঁর কথায়, ‘নন্দনে ছবিটি দেখানো হবে না–এটা খুবই অপমানজনক। যেখানে সেন্সর বোর্ড থেকে ছবিটি পাশ হয়ে গিয়েছে, সেখানে নন্দনে ছবিটি আটকে দেওয়া খুবই দুঃখের। আর নন্দনে তো শুধু ছোটদের ছবিই দেখানো হয়না। বড়দের ছবিও দেখানো হয়। তাই এটা আমার কাছে খুবই হতাশাজনক।’ পাশাপাশি ঋ-র বক্তব্য, ‘এই ছবিটি কেবলমাত্র সুরসুরি দেওয়ার জন্য নয়। ছবির গল্পটাও খুব ফ্যাসিনেটিং। দিল্লিতে ওশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে যখন ছবিটি দেখি, তখন ছবিতে কোনোও কাটস ছিল না। তবে সেন্সর বোর্ড হয়তো ছবির কিছু দৃশ্য কেটেছে। এ বিষয়ে সঠিক জানা নেই আমার। তবে ছবির দৃশ্যই যদি কেটে দেওয়া হয়, তাহলে ছবির মানেটা বোঝাই দায় হয়ে দাঁড়ায়।’
ইন্টারনেটের সুবিধা কাজে লাগিয়ে ছবিটি ইতিমধ্যেই দেখে নিয়েছেন বহু মানুষ। তার ওপর সেন্সরের কাঁচি। হলে গিয়ে ছবিটি আদৌ কি মানুষ দেখবেন। আশাবাদী ঋ বলছেন, ‘হ্যা নিশ্চয় আসবেন। ছবিটি দেখতে অনেক ধরনের মানুষ আসবেন। কেউ কেউ ছবির গল্পের জন্য মনে রাখবেন আবার কেউ কেউ অন্য কারনে। তাই আমার খুব ভালো লাগছে যে ”কসমিক সেক্স” থিয়েটারে মুক্তি পাচ্ছে।’
ছবির দৃশ্য কাটার বিষয়ে পরিচালক অমিতাভ চক্রবর্তী স্পষ্টই জানালেন, সেন্সর বোর্ড তাঁর ছবির খুব কম অংশই বাদ দিয়েছে। শুধু ন্যুডিটিটাকে ঢাকতে বলেছিল। সেটা করাও হয়েছে, যা মানুষের কাছে গ্রহনযোগ্য হবে। যদিও এতে গল্পের ফ্লেভার চেঞ্জ হয়নি।
দেখা যাক, পরিচালক-অভিনেত্রীর আশা পূরণ করতে পারে কি না কসমিক সেক্স।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।