sunny leone

ওয়েবডেস্ক: শরীরী হিল্লোলে তিনি হার মানাতে পারেন নাগিনীকেও। কোমরের পিছল বাঁকের ইশারা বিষধরীর চেয়ে কম বিপজ্জনক নয়। এহেন সানি লিওনেরই শরীর সম্প্রতি আশ্রয় করল এক সাপ। তা, হঠাৎ কেন এমন ভয়ানক খেলায় মাতলেন তিনি?

সাধ করে এই নারী নাগিনী নিয়ে নাড়াচাড়া করেননি। থবর বলছে, তিনি আনমনে বসেছিলেন শুটিং ফ্লোরে। নিজের মতো উল্টে-পাল্টে দেখছিলেন চিত্রনাট্যের পাতা। এমন সময়েই ঘটল প্রমাদ- শুটিং দলের এক ছেলে মজা করে এক নকল সাপ নিয়ে এলেন সানির কাছে।

আরও পড়ুন: মুক্তির আগেই ফাঁস হল ‘জুলি ২’-এর রগরগে যৌনদৃশ্য, দেখে নিন ভিডিওয়

নকল হলেও কার সাধ্য তা বোঝে! অবশ্য সানি এমনিতেও প্রথমটায় কিছু টের পাননি। তিনি তো তখন চিত্রনাট্যে ডুবসাঁতারে ব্যস্ত। বেশ কয়েকবার তাই তাঁর মুখের কাছে সাপটা নিয়ে যান ওই ব্যক্তি। সানি মুখ তুলেছেন কি তোলেননি, সাপটা তাঁর গায়ে ছুঁড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি!

এর পর কী করলেন সানি, তা সরাসরি দেখে নিন নীচের ভিডিওয়।

ভিডিও বলছে, প্রথমটায় একটু বেকায়দাতেই পড়েছিলেন সানি। সাপ জিনিসটা তিনি বড়ো একটা পছন্দ করেন না। যদিও তাঁর বাড়িতেই রয়েছে পোষা সাপ। স্বামী ড্যানিয়েল ওয়েবারের শখের কারণে। এখন দিন-রাত চোখের সামনে দেখতে দেখতে সেটার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন ঠিকই, তা বলে তো আর অস্বস্তি যায়নি!

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here