ওয়েবডেস্ক : প্রতিবারের মতো বাদ গেল না এই বারও। দীপিকার শেয়ার করা পোস্টে মন্তব্য করলেন রণবীর। গ্রিক দই বিক্রেতা সংস্থা এপিগেমিয়ার হয়ে কয়েকটি বাণিজ্যিক ছবি পোস্ট করেছেন দীপিকা। তাতেই মন্তব্য করেছেন রণবীর।
একটি পোস্টে দীপিকা লিখেছেন, “জলখাবারের সময়ের দই”। এই পোস্টের প্রেক্ষিতে রণবীর লিখেছেন, “তুমিই একটি জলখাবার। হা হা হা”।
আবার আরও একটি পোস্টে দেখা যাচ্ছে দীপিকা দই খাচ্ছেন মজা করে। তাতে রণবীর লিখছেন, “আমাকেও খাওয়াও নিজের হাতে করে”।

সম্প্রতি রণবীর খবরের শিরোনামে এসেছেন দীপিকার পোস্টে তাঁর করা মন্তব্যের জেরে।
আরও পড়ুন – কিয়ারা আডবানির পরবর্তী ছবি ‘ইন্দু কি জওয়ানি’ সম্পর্কে কী বলছেন নায়িকা!
আমূলের পক্ষ থেকে দীপিকা আর আর ঐশ্বর্য রাই বচ্চনকে কান চলচ্চিত্র উৎসবে তাঁদের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে সম্মান জানানো হয়েছে। আমুলের ছবিতে দেখা গিয়েছে দীপিকা আর ঐশ্বর্যকে। তাতেও মন্তব্য করেছিলেন রণবীর।
আবার কানের রেড কার্পেটের ছবি শেয়ার করার পর স্ত্রী দীপিকার ছবিতে নানান রকমের মন্তব্য করেছিলেন রণবীর। বলাই বাহুল্য তাঁর এই বিশেষ ধরনের মন্তব্যের দরুণ আরও ভাইরাল গিয়েছে দীপিকার পোস্টগুলি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।