deepika
দীপিকা পাডুকোন

ওয়েবডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হওয়ার আগে দীপিকা কী ছিলেন জানেন? তিনি ছিলেন জাতীয়স্তরের এক জন ব্যাডমিন্টন খেলোয়াড়। খেলাধুলো থেকে সরে এসেছেন ঠিকই কিন্তু তার প্রতি ভালোবাসা এখনও কমেনি। এমনকি তাঁর বাবা প্রকাশ পাডুকোন একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন। বাবার উপযুক্ত কন্যা তিনি, আবারও তারই প্রমাণ পাওয়া গিয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে।

দীপিকা নিজে ভিডিওটি পোস্ট করেছেন। তাতে ধীর গতির একটি বাসকেট বলের ক্লিপিং রয়েছে। দেখা গিয়েছে রাতের বেলায় একাই বাসকেট বল খেলছেন দীপিকা। একটি বল খুব সুন্দর ভাবে ঠান্ডা মাথায় বাসকেট করেছেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই তা হু হু করে ভাইরাল হয়েছে।

ইনস্টাগ্রামে তা এক কোটি ১৩ লক্ষ দুই হাজার ৯০৪টি লাইক পেয়েছে। এখনও পর্যন্ত পাঁচ হাজার ৬৪০টি কমেন্ট পেয়েছে।

প্রসঙ্গত, দীপিকার বাবা প্রকাশ পাডুকোন ১৯৮০ সালে বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে মর্যাদা পেয়েছিলেন। তিনিই ছিলেন প্রথম ভারতীয় যিনি অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ১৯৭২ সালে তিনি অর্জুন পুরস্কার ও ১৯৮২ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন।

আরও পড়ুন – জিবি হোয়াটস অ্যাপ ব্যবহার করেন? জানেন কি অস্থায়ী ভাবে পরিষেবা বন্ধ করে দিচ্ছে হোয়াটস অ্যাপ

প্রায়শই দীপিকা নিজের ওয়ার্কআউটের ছবি, ভিডিও পোস্ট করে থাকেন। দেখুন তারই কয়েকটি টুকরো —–

View this post on Instagram

upside down,inside out!!!?

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

বর্তমানে নায়িকা মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন।

আরও পড়ুন – মালাইকার বুকে বড়ো বড়ো করে লেখা অর্জুন কাপুরের কথা! দেখুন

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন