ওয়েবডেস্ক : কথায় আছে চেনা ব্রাহ্মণের পৈতে লাগে না। কিন্তু কর্তব্য বলেও তো একটি বিষয় আছে। ব্রাহ্মণ চেনা বা অচেনা হোক, পৈতেই যখন পরিচয়ের প্রমান পত্র তখন তা দেখতেই হবে। তাতে ভুল কী বাপু!
বিমানবন্দরের নিরাপত্তারক্ষীর কাণ্ডখানা ভাবুন। দীপিকা পাডুকোনকে দেখেও তাঁকে পেছন থেকে ডেকে পরিচয়পত্র দেখতে চাইছে। আশেপাশের সব লোক জন তো ‘থ’।
তবে দীপিকা সব সময়ই তাঁর সুন্দর ব্যবহার এবং মিষ্টি হাসির জন্য জনপ্রিয়। এই বারও তার নড়চড় হল না। পিছন থেকে ডাক আসা মাত্রই সাড়া দিলেন তিনি।
বিমানবন্দরে ঢোকার পথে, তাঁকে জিজ্ঞাসা করা হয় পরিচয়পত্র কোথায়। তিনি উত্তর করেন, ‘লাগবে’? সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে বের করে তা দেখিয়েও দেন। নিরাপত্তারক্ষী সন্তুষ্ট হলে তিনি আবার এগিয়ে যান।
এই গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়। তা সোশ্যাল মিডিয়ায় পোস্টও হয়েছে। বলার অপেক্ষা রাখে না তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে। অনুরাগীরা প্রচুর মন্তব্য করেছেন ভিডিওটি দেখে। কেউ বলেছেন, ‘কী সুন্দর ব্যবহারের মধ্যে দিয়ে তিনি আই কার্ড দেখাতে রাজি হয়ে গেলেন, শ্রদ্ধা’। একজন বলেছেন, ‘দুজনেই খুব ভালো কাজ করেছেন, দীপিকা আর ওই নিরাপত্তারক্ষী’।
সম্প্রতি মুম্বই বিমানবন্দরে বাবা প্রকাশ পাডুকোনের সঙ্গে দেখা গিয়েছিল দীপিকাকে। ছবিও তুলেছেন তাঁরা।


আরও পড়ুন – ‘শীলা কি জওয়ানি’,ধনী ব্যবসায়ীর পরিবারের বিয়েতে নাচলেন ক্যাটরিনা, ভিডিও
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।