ওয়েবডেস্ক: বছরশেষের মুখে ছুটি কাটানোর মেজাজে থাকেন অনেকেই। তার উপরে আবার নতুন বছর শুরু হওয়ার দিন কয়েকের মধ্যেই চলে আসে প্রেমিকার জন্মদিন। ফলে, এই সময়টা রণবীর সিং দীপিকা পাড়ুকোন ছাড়া আর কাউকেই সময় দেন না। দীপিকাও সব কাজের থেকে ছুটি নিয়ে সময় কাটান শুধুই রণবীর সিংয়ের সঙ্গে।
তা, এ বারে কেন মলদ্বীপের ছুটিতে হাজির ছিলেন দুই পরিবারেরই অভিভাবকেরা?
এই প্রশ্নটাই এখন ভাবিয়ে তুলেছে বলিউডকে। এবং, শুরু হয়ে গিয়েছে কানাকানি, মলদ্বীপে ছুটি কাটাতে যাওয়ার নাম করে, সবার চোখে ধুলো দিয়ে বাগদান-পর্বটি সেরে ফেলেছেন দীপবীর। ঠিক যেমনটা করেছেন অনুষ্কা শর্মা আর বিরাট কোহলিও। ছুটি কাটাতে যাচ্ছেন – সবাইকে এটা বলেই তো বিয়ে সেরে ফেললেন তাঁরা!
আরও পড়ুন: শ্বশুরের সঙ্গে বিশেষ সেলফি রণবীরের, ঠিক হল বিয়ের তারিখ!
দীপবীরও সে রকমটাই বললেও খবর যা আসছে, তা ইঙ্গিত করছে বাগদানের দিকেই। কেন না, মাসখানেক আগেই রণবীর সিং তাঁর পরিবারের সঙ্গে হাজির হয়েছিলেন বেঙ্গালুরুতে প্রকাশ পাড়ুকোনের বাড়িতে। সেখানে নাকি ঠিক হয়ে গিয়েছিল দু’জনের বিয়ের তারিখ। তার পরেই এই দুই পরিবারের একত্রে মলদ্বীপ ভ্রমণ শুভকাজের দিকেই ইঙ্গিত করছে।
এ ছাড়া, দীপিকা আর রণবীরের এই বাগদান পর্ব ঘিরে আরও একটা জোরদার খবর কানে এসেছে। নায়িকার এক ঘনিষ্ঠ বন্ধু এটা মুখ ফসকে বলে ফেলেছেন যে, সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটা শাড়ি আর হিরের গয়নার সেট রণবীরের পরিবার থেকে দীপিকাকে উপহার দেওয়া হয়েছে। ভারতীয় বিয়ের বাগদানে বা আশীর্বাদে ছেলের বাড়ি থেকে মেয়েকে যে শাড়ি-গয়না দেওয়া হয়, সে কি কোনো অজানা ব্যাপার?
দীপবীরের এই বাগদান সেরে ফেলার নেপথ্যে আরও এক জবরদস্ত ইঙ্গিত রয়েছে। সেটা শাড়ির ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় সংক্রান্ত। ডিজাইনার সম্প্রতি মুম্বইয়ে যে স্টোরটা খুলেছেন, সেখানকার সব পোশাকই বিশেষ ভাবে বিয়ের কথা মাথায় রেখে তৈরি করা। পোশাক থেকে গয়না থেকে জুতো – সব কিছু ‘সব্যসাচী’ নামের এই দোকানে মেলে যা শুধুই বিয়ের জন্যে মানানসই! এই শুভকাজ ছাড়া অন্য মুহূর্তের উপযোগী পোশাক সব্যসাচী ইদানীং তৈরি করছেনও না!
এ বার কী বলবেন?
আমরা বলি কী, খবরটা সঙ্গে নিয়ে অপেক্ষার পালা চলুক! এক দিন না এক দিন খবরটা তো জানাবেনই দীপবীর! তখনই সব গুজব কেটে গিয়ে সত্যিটা সামনে চলে আসবে!