Home বিনোদন হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র! পরিবারের সিদ্ধান্তে চিকিৎসা চলবে বাড়িতেই

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র! পরিবারের সিদ্ধান্তে চিকিৎসা চলবে বাড়িতেই

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র! পরিবারের সিদ্ধান্তে চিকিৎসা চলবে বাড়িতেই

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) অবশেষে বাড়ি ফিরলেন। বুধবার সকালে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ৩১ অক্টোবর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় ১২ দিন চিকিৎসার পর অবশেষে চিকিৎসকদের পরামর্শে বাড়ি ফিরে গিয়েছেন ৮৯ বছর বয়সি এই অভিনেতা।

বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। ধর্মেন্দ্রর চিকিৎসক প্রফেসর প্রীত সমদানি (Dr. Prof Pratit Samdani) NDTV-কে জানিয়েছেন, “ধর্মেন্দ্রজি এখন স্থিতিশীল অবস্থায় আছেন। আজ সকালে তাঁকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে তাঁর চিকিৎসা বাড়িতেই চলবে।”

অভিনেতার পরিবারের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে—“ধর্মেন্দ্র এখন বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। আমরা অনুরোধ করছি, যেন কোনও রকম জল্পনা বা গুজব না ছড়ানো হয় এবং এই সময়ে তাঁর ও পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানো হয়। সকলের ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ।”

তবে মঙ্গলবার থেকেই সামাজিক মাধ্যমে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে একাধিক গুজব ছড়াতে শুরু করে। সেই ভুয়ো খবরের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেতার কন্যা ঈশা দেওল (Esha Deol)। নিজের ইনস্টাগ্রাম পোস্টে ঈশা লিখেছেন, “মিডিয়া এবং কিছু সোশ্যাল মিডিয়া পেজে ভুল খবর ছড়ানো হচ্ছে। আমার বাবা স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন। আমাদের পরিবারকে একটু গোপনীয়তা দিন এবং পাপার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন।”

ধর্মেন্দ্রর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর ভক্ত, সহ-অভিনেতা ও শুভানুধ্যায়ীরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন, এবং শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেই জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version