কলকাতা: বহু বছর ধরেই লিভ-ইন সম্পর্কে ছিলেন দু’জন। সেই সম্পর্ক এ বার পূর্ণতা পেল। মিলে গেল চার হাত।
বয়সকে হারিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা দীপঙ্কর দে আর অভিনেত্রী দোলন রায়।
বৃহস্পতিবার গাঁটছড়া বাধলেন ৭৫-এর দীপঙ্কর আর ৪৯-এর দোলন। এই উপলক্ষে দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁয় বসেছিল বিয়ের আসর।
ঘরোয়া অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে রেজিস্ট্রি করলেন তাঁরা। সাদা পাঞ্জাবীতে এই বয়সেও দীপঙ্কর যেন তরুণ তুর্কি। অন্যদিকে লাল বেনারসি, মানানসই গয়নায় দোলনও অপরূপা। রেজিস্ট্রি হওয়ার পর মালাবদলও করলেন দু’জনে।
আরও পড়ুন ‘কাগজ দেখাব না’, সিএএ আর নাগরিকপঞ্জি বিরুদ্ধে সরব সব্যসাচী, কঙ্কনা, রুপম, স্বস্তিকারা
কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করলেন দোলন এবং দীপঙ্কর। বিবাহ আসরে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন এবং লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন দোলনের ভাই দুর্গাশীষও।
টলিউডে অবশ্য এর আগেও অসমবয়সি প্রেম এবং বিয়ে দেখেছে। তবে, পঁচাত্তরেও যে মালাবদল করার সাহস তিনি দেখালেন, তার জন্য অনেকেই ধন্য ধন্য করছেন দীপঙ্কর দে’কে।
গতবছরের শেষের দিকেই সাত পাকে বাঁধা পড়েছেন সৃজিত মুখোপাধ্যায়-রফিৎ রশিয়াদ মিথিলা এবং জুন মালিয়া-সৌরভ। এবার সে তালিকায় যোগ দিলেন দোলন-দীপঙ্করও।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।