kundan shah

মুম্বই: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউডের খ্যাতনামা পরিচালক কুন্দন শাহের। শনিবার ভোর পাঁচটা নাগাদ নিজের বাসভবনে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০।

কমেডি সিনেমা ‘জানে ভি দো ইয়ারো’-এর পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেন কুন্দন। তবে ২০১৫ সালে সংবাদ শিরোনামে আসেন তিনি। কর্নাটকে কালবুর্গি হত্যাকাণ্ডের পর দেশে ঘটতে থাকা অসহিষ্ণুতার প্রতিবাদে যে ২৩ জন পরিচালক তাদের জাতীয় পুরস্কার ফিরিয়েছিলেন, তাদের মধ্যে শাহও ছিলেন।

সিনেমার পাশাপাশি ১৯৮৪ সালে দূরদর্শনে একটি কমেডি সিরিয়ালের পরিচালনা করেন কুন্দন। সিরিয়ালটির নাম ‘ইয়ে জো ভি হ্যায় জিন্দগি।’ এ ছাড়াও ‘কভি হাঁ কভি না’, ‘কয়া কহেনা’ এবং টিভি সিরিয়াল ‘নুক্কড়’ পরিচালনা করেন শাহ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here