disha
দিশা-টাইগার

মুম্বই : একটি রেস্তোরাঁ থেকে খেয়ে বেরোচ্ছিলেন বলিউডের অভিনেতা দিশা পাটানি। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু অভিনেতা টাইগার স্রফ। মুম্বইয়ের বাস্টিন রেস্তোরাঁয় তাঁরা রয়েছেন খবর পেয়ে অনুরাগীরা ঘিরে ফেলেন রেস্তোরাঁ। সেখান থেকে বেরোনোর পর এক কথায় অনুরাগীর সমুদ্রে পড়েন তারকারা। অনুরাগীর সমুদ্র আর দিশার মাঝে ঢাল হয়ে দাঁড়ান টাইগার স্রফ। পাশাপাশি দেহরক্ষীরা তো ছিলেনই।

এ দিন দুপুরে ওই রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তাঁরা। নায়িকার পরণে ছিল পোলকা ডটের একটি সি গ্রিন রঙের লম্বা ঝুলের পোশাক। মুখে হাসি। গোটা সময়টা মিষ্টি হাসি ছিল শান্ত স্বভাবের দিশার মুখে।

দিশা পাটানি
দিশা ও টাইগার

উল্লেখ্য প্রায়ই এই রেস্তোরাঁয় খেতে যান দিশা এবং টাইগার। সম্প্রতি নায়িকার জন্মদিনের খাওয়া দাওয়াও করেছিলেন এখানে।

আরও পড়ুন – ফাদার্স ডে-তে নিকের পোস্ট প্রিয়ঙ্কার চোখে জল এনে দিল

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here