zero

ওয়েবডেস্ক: জোর জল্পনা ছিল বলিউডে- ২০১৮-য় কি শাহরুখ খানের একটা ছবিও মুক্তি পাবে না?

আলবাত পাবে! সদ্য নতুন ছবির প্রথম টিজার ভিডিও জানিয়ে দিল সেই কথা। আনন্দ এল রাইয়ের এ সেই ছবি, যেখানে বামন রূপে অবতীর্ণ হয়েছেন শাহরুখ ছায়াছবির রুপোলি পর্দায়।

 टिकटें लिए बैठें हैं लोग मेरी ज़िंदगी की, तमाशा भी पूरा होना चाहिए!

আর, ছবির নাম?

টিজারে দেখা যাচ্ছে একের পর এক নাম বা বিশেষণের যাত্রা! সেই যাত্রা এসে থামে ‘জিরো’-তে। ছবির নামও সেটাই- ‘জিরো’! যা এ বছরের ২১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা।

আরও পড়ুন: ফের পর্দায় ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ত্রয়ী, সঙ্গে আরও পাঁচ নায়িকা!

তবে ছবির প্রথম টিজার ভিডিওয় নাচন-কোঁদনের যা বহর দেখা যাচ্ছে শাহরুখের মহম্মদ রফির গানের সঙ্গে, তা দেখে কোনো ভাবেই নায়ককে জিরো বলার উপায় নেই!

তাহলে রহস্যটা কী?

সেটার জন্য না হয় অপেক্ষা চলুক!

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here