চা-এর কথা, চা-এর সঙ্গে কথা

0

”এমনিতে আমি চা এর খুব একটা বিলাসী নই। রোজ যে আমি সকালে উঠে চা খাই, তাও কিন্তু নয়। তবে যেদিন আমি সকালবেলা চা খাই, সেদিন গ্রিন টি-ই খাই। আর তারপর সারাদিনে দুবার হয়তো দার্জিলিং টি খাই। রোজ তিন থেকে চারবার চা খাই। পাঞ্জাবী স্টাইলে ‘মালাই মারকে’ চা খেতেও এককালে খুব পছন্দ করতাম। কিন্তু এখন সেই চা খাওয়াটা সম্ভব হয়না শারীরিক কারনে। তাই সব ছেড়ে এখন দিনের শুরুই হয় লিকার চা দিয়ে।” শুক্রবার শহরের এক হোটেলে গুডরিক টিপট লঞ্চের এক্সক্লুসিভ টি টেস্টিং অনুষ্ঠানে এসে এ ভাবেই চা নিযে তার অনুভব জানালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পাশাপাশি বললেন চাযের সঙ্গে জড়িযে থাকা কিছু সুখের মুহূতের্র কথা।

ছিলেন সঙ্গীত ব্যক্তিত্ব ও চিত্র পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ও।  জানালেন, সকালবেলা অন্য কিছু খাওয়ার আগে এক কাপ গরম চা তাঁর দিনটা ঠিকঠাক শুরু করে। তা সে দার্জিলিং চা বা গ্রিন টিই হোক কিংবা পাড়ার মোড়ের চা এর দোকানের চা।    

     চা কে আরও ভিন্ন স্বাদে মানুষের কাছে পৌছে দিতে শুক্রবার লঞ্চ হল গুডরিক টিপট। সেখানেই আয়োজন হয়েছিল এই এক্সক্লুসিভ টি টেস্টিং অনুষ্ঠান।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন