বিনোদন
করোনা আবহে কী ভাবে হল ‘বিবাহ বার্ষিকী’র শুটিং? দেখে নিন অভিনেত্রী দর্শনা বণিকের এক্সক্লুসিভ সাক্ষাৎকার
ছবির শ্যুটিংয়ের সেই অভিজ্ঞতা শুনে নিন নায়িকার মুখ থেকেই-

নিজস্ব প্রতিনিধি: লকডাউন আংশিক উঠতেই টলিপাড়ায় শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। সমস্ত সরকারি নির্দেশিকা মেনেই সিরিয়াল থেকে সিনেমার কাজ শুরু হয়েছে। যদিও বিগবাজেট ছবির শ্যুটিং এখনো শুরু হয়নি।
বাংলা ছবির নায়িকা দর্শনা বণিকের লকডাউনে বেশ কিছু মাস বাড়িতে থাকার পর একটি টেলিফিল্মের কাজ সেরে ফেলেছেন। ছবির নাম ‘বিবাহ বার্ষিকী’। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবি দেখানো হবে ‘জি বাংলা’র (Zee Bangla) লকডাউন স্পেশাল (Lockdown special) ছবিতে।
ছবিতে দর্শনার বিপরীতে অভিনয় করছেন আদৃত রায়। বিবাহ বিচ্ছিন্ন এক দম্পতির আবার দেখা হয় তাদের বিবাহ বার্ষিকীতে। তার পর কী পরিবর্তন হয় তাদের জীবনে, সেই কাহিনি নিয়েই গল্প।

এই ছবিতে শ্যুটিংয়ের অভিজ্ঞতা খবর অনলাইনকে জানালেন ছবির নায়িকা দর্শনা নিজেই। এই নিয়ে দর্শনা বেশকিছু কাজ করে ফেলেছেন। তবে তাঁর চেনা শ্যুটিং ফ্লোরটাই কেমন যেন বদলে গিয়েছে। দীর্ঘ লকডাউনে পর কাজ করার আনন্দ যেমন ছিল তেমনই করোনা ভাইরাসের অদৃশ্য ভয়ও ছিল। তবে শ্যুটিং ফ্লোরটাই একদম অন্য রকম পরিবেশ।
ছবির অভিনেতারা ছাড়া প্রত্যেকে মাস্ক-গ্লাভস পরা। কেউ আবার পিপিই পোশাক পরে ফ্লোরে থাকছেন। স্যানিটেশন হচ্ছিল প্রায়ই। স্যনিটাইজার সবার হাতে হাতে। শারীরিক দূরত্ব (Social distancing) মেনে কাজ কঠিন হলেও ছবির কাজ শেষ হয়ে আজ তা দর্শকদের জন্য তৈরি। ৬ জুলাই জি বাংলায় দেখা যাবে এই টেলিফিল্ম।
ছবির শ্যুটিংয়ের সেই অভিজ্ঞতা শুনে নিন নায়িকার মুখ থেকেই–
বিনোদন
মির্জাপুর: কেন্দ্র, অ্যামাজন প্রাইম ভিডিওকে নোটিশ জারি সুপ্রিম কোর্টের
মির্জাপুরের বাসিন্দাদের অনেকেই মনে করেন, শহরের বাইরের লোকেরা ওয়েবসিরিজটা দেখার পরে তাঁদের সন্দেহের চোখে দেখছেন।

খবর অনলাইন ডেস্ক: ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ নিয়ে এ বার কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। আইন বিষয়ক নিউজ পোর্টাল ‘লাইভ ল’ জানিয়েছে, ‘মির্জাপুর’ নিষিদ্ধ করার দাবিতে একটি আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার, অ্যামাজন প্রাইম ভিডিও এবং নির্মাতা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্টকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত।
ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বে একটি বেঞ্চ মির্জাপুরের বাসিন্দা সুজিতকুমার সিংহের দায়ের করা আবেদনের শুনানি করে। প্রধান বিচারপতি বলেন, এই আবেদনের উদ্দেশ্য উত্তরপ্রদেশে অবস্থিত জেলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য রক্ষা করা। ওয়েব সিরিজটিতে এর হিংসাত্মক রূপকে চিত্রিত করা হয়েছে।
গত বছরের অক্টোবর মাসে মির্জাপুর-এর দ্বিতীয় পর্বটি প্রকাশিত হয়। যেখানে ভারতের ছোটো একটি শহরের দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনাকে তুলে ধরা হয়েছে। ছবির ছত্রে ছত্রে বেআইনি কাজকর্ম, গোষ্ঠী সংঘর্ষ এবং অপরাধকে ফুটিয়ে তোলা হয়েছে।
এর প্রধান চরিত্রগুলিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, দিব্যেন্দু, বিক্রান্ত মাসে, রসিকা দুগ্গল, এবং কুলভূষণ খারবান্দা প্রমুখ। এটি প্রযোজনা করেছেন ফারহান আখতার এবং রীতেশ সিদ্ধওয়ানির এক্সেল এন্টাটেনমেন্ট।
মির্জাপুরের প্রতিটি বাসিন্দাকে “দেশের সামনে গুন্ডা, ভবঘুরে এবং ব্যভিচারী” হিসাবে দেখানো হয়েছে অভিযোগ করে আবেদনে বলা হয়েছে, ওয়েব সিরিজটি “শহর / জেলার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক চিত্রকে পুরোপুরি কলঙ্কিত করেছে”।
লাইভ ল-এর প্রতিবেদনে বলা হয়েছে, আবেদনকারীর অভিযোগ, নগ্নতা, অশ্লীলতা এবং অবমাননাকর ভাষা ব্যবহার ছাড়াও মির্জাপুরের বাসিন্দাদের অপমানের অভিযোগে মামলা করা হয়েছে। অনেকেই মনে করেন যে শহরের বাইরের লোকেরা ওয়েবসিরিজটা দেখার পরে তাঁদের সন্দেহের চোখে দেখছেন।
এ বিষয়ে অবশ্য অ্যামাজন প্রাইম এবং এক্সেল এন্টারটেনমেন্টের তরফে কোনো মন্তব্য করা হয়নি।
আরও পড়তে পারেন: এল ‘মির্জাপুর ২’-এর ট্রেলার! কালীন ভাইয়া, গুড্ডু আর মুন্নার ক্ষমতা দখলের লড়াইয়ের ঝলক দেখুন এখানে
বিনোদন
সুশান্ত সিং রাজপুতের জন্মদিনে ২৫ লক্ষ টাকার স্কলারশিপ ঘোষণা করলেন দিদি শ্বেতা
ইউসি বার্কলে বিশ্ববিদ্যালয়ে ৩৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ২৫.৫ লক্ষ টাকার একটি স্কলারশিপ তহবিল…

খবর অনলাইন ডেস্ক: প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ৩৫তম জন্মদিনকে স্মরণীয় করে রাখলেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি।
গত ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সুশান্তের। মৃত্যুর পর বৃহস্পতিবারই তাঁর প্রথম জন্মবার্ষিকী। এ দিন শ্বেতা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, ইউসি বার্কলে বিশ্ববিদ্যালয়ে ৩৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ২৫.৫ লক্ষ টাকার একটি স্কলারশিপ তহবিল গঠিত হয়েছে।
শ্বেতা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, সুশান্তের একটি স্বপ্ন পূরণের লক্ষ্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি লিখেছেন, “ইউসি বার্কলে-তে ৩৫ হাজার মার্কিন ডলারের সুশান্ত সিং রাজপুত স্মৃতি তহবিল গঠন করা হয়েছে। ইউসি বার্কলে অ্যাস্ট্রোফিজিক্স অনুসরণ করতে আগ্রহী যে কেউ এই তহবিলের জন্য আবেদন করতে পারেন। যাঁরা এটা সম্ভব করেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ”।

সুশান্তের একটি পুরোনো ইনস্টাগ্রামের স্ক্রিনশট শেয়ার করেছেন শ্বেতা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশান্ত কী ধরনের শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখতেন, সে সবই লেখা রয়েছে সেখানে। লেখা রয়েছে, “আমার স্বপ্ন হল ভারতের এবং অনন্যা জায়গার পড়ুয়াদের জন্য এমন একটা পরিবেশ তৈরি করা, যেখানে নি:খরচায় প্রয়োজনীয় শিক্ষা পাওয়া যাবে। যে শিক্ষা তাঁদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় স্কিল তৈরিতে সাহায্য করবে, সেটা তাঁদের নিজেদের পছন্দমতোই”।
নোটটিতে এমনও লেখা রয়েছে, “আমি মনে করি আমার জীবনের তিরিশটা বছর কেটে গেছে। কিছু হওয়ার চেষ্টা করেই এই প্রথম ৩০ বছর কেটে গেছে। আমি টেনিস, স্কুল এবং গ্রেডে ভালো হতে চেয়েছি। সব কিছু আমি সেই দৃষ্টিকোণ থেকেই দেখেছি। আমি যে ভাবে আছি, তা সব নয়, তবে যদি ভালো কিছু পেয়ে যাই!”
সুশান্ত সিং রাজপুত সম্পর্কিত আরও প্রতিবেদন পড়তে পারেন: সুশান্ত সিং রাজপুত

মুম্বই: ‘ধর্মীয় ভাবাবেগে আঘাতের’ অভিযোগে ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ নিয়ে এ বার রীতিমতো শুরু হয়ে গেল দেশজোড়া তাণ্ডব! বুধবার মুম্বই পৌঁছালো উত্তরপ্রদেশ পুলিশের একটি প্রতিনিধি দল।
‘তাণ্ডব’-এর (Tandav) বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে লখনউয়ের হজরতগঞ্জ কোতোয়ালি থানায়। অভিযোগ, ‘তাণ্ডব’-এর বেশ কয়েকটি দৃশ্যে হিন্দু দেবদেবীদের আঘাত করা হয়েছে।
সক্রিয় যোগী আদিত্যনাথ
ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর, অভিনেতা সেফ আলিখান-সহ ‘তাণ্ডব’ ওয়েব সিরিজের পুরো টিম অবশ্য টুইটারে নি:শর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন। জানা গিয়েছে, অভিযোগের উপর ভিত্তি করে ছবির কাহিনিও বদলে দেওয়ার চেষ্টা চলছে। তবে গেরুয়াশিবিরের চোখরাঙানি বিষয়টিতে এখানেই ইতি টানতে দিচ্ছে না।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখপাত্র শলভমণি ত্রিপাঠী জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, তাই কোনো ভাবেই ছাড় পাবেন না আলি আব্বাস জাফর, সইফ আলিখানরা। এর জন্য তাঁদের যথাযথ ‘মূল্য’ চোকাতে হবে। তিনি টুইটারে লেখেন, “উত্তরপ্রদেশ পুলিশ মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এফআইআর-এর শক্তিশালী ধারা রয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন্য মূল্য দিতে প্রস্তুত থাকতে হবে”।
পাশাপাশি মুম্বইয়ে পুলিশের একটি বিশেষ দল পাঠানোর কথা জানিয়ে তিনি মহারাষ্ট্র সরকারের উদ্দেশে বলেছেন, পুলিশের কাজে যেন কোনো রকম ভাবেই বাধা দেওয়া না হয়।
মুম্বইয়ের একাধিক জায়গায় উত্তরপ্রদেশ পুলিশ
সূত্রের খবর, উত্তরপ্রদেশ পুলিশের দলটি সম্ভবত অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজের নির্মাতা, অভিনেতা এবং অন্য কলাকুশলীদের বয়ান রেকর্ড করবে। এ দিন সকালেই তারা আন্ধেরির সুবার্বান ডেপুটি পুলিশ কমিশনারের অফিসে যায়। বিকেলে পুলিশ টিমের দুই সদস্য দক্ষিণ মুম্বইয়ে পুলিশ সদর দফতরেও যান। তবে সেখানে কী আলোচনা হয়েছে, তা এখনও জানা যায়নি।
উত্তরপ্রদেশ পুলিশের ওই প্রতিনিধি দলের এক সদস্য বলেন, “আমরা এখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলতে এসেছি। কোনো কিছু বলার অনুমতি আমাদের কাছে নেই”।
দায়ের একাধিক এফআইআর
উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, লখনউ, গ্রেটার নয়েডা ও শাহজাহানপুরে কমপক্ষে তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। ওয়েব সিরিজটিতে হিন্দু দেবদেবীদের চিত্রিত করার জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠেছে। ওয়েব সিরিজের পরিচালক, প্রযোজক হিমাংশুকৃষ্ণ মেহরা, সিরিজের লেখক গৌরব সোলাঙ্কি, অ্যামাজন ইন্ডিয়ার অরিজিনাল কন্টেন্ট প্রধান অপর্ণা পুরোহিতের বিরুদ্ধে এফআইআর দায়েরের পাশাপাশি বিজেপি সাংসদ মনোজ কোটাক পুরো বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাড়েকরকে।
উল্লেখ্য, সেফ ছাড়াও তাণ্ডব-এর গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সুনীল গ্রোভার, ডিম্বল কাপাডিয়া, গওহর খান, কৃতিকা কামরা প্রমুখ।
আরও পড়তে পারেন: বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী কোভিড পজিটিভ, বাড়িতেই চলছে চিকিৎসা
-
রাজ্য3 days ago
বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
-
প্রবন্ধ3 days ago
শিল্পী – স্বপ্ন – শঙ্কা: সৌমিত্র চট্টোপাধ্যায়কে যেমন দেখেছি, ৮৭তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য
-
দেশ2 days ago
রবিবার পর্যন্ত করোনাহীন ছিল লাক্ষাদ্বীপ, পরের দু’ দিনে পজিটিভ ১৫
-
শিক্ষা ও কেরিয়ার3 days ago
৯১ হাজার ফ্রেশার নিয়োগ করতে পারে বৃহত্তম চার তথ্যপ্রযুক্তি সংস্থা