টলিউডের বিখ্যাত পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে উত্তাল টলিপাড়া। সম্প্রতি এক অভিনেত্রী দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অভিনেত্রী দাবি করেছেন, চলতি বছরের এপ্রিল মাসে শুটিংয়ের সময় একটি ঘনিষ্ঠ দৃশ্য বোঝানোর অজুহাতে পরিচালক তাঁকে নিজের কোলে বসিয়ে গালে চুম্বন করেন। ঘটনার পরেই তিনি প্রথমে মহিলা কমিশনের দ্বারস্থ হন এবং পরবর্তীতে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিরেক্টর্স গিল্ড অনির্দিষ্ট কালের জন্য অরিন্দম শীলকে সাসপেন্ড করেছে। তবে পরিচালক নিজের পক্ষে দাবি করেছেন, ঘটনাটি নিতান্তই ‘অনিচ্ছাকৃত’ এবং তিনি এ জন্য দুঃখিত। তাঁর বক্তব্য অনুযায়ী, শুটিংয়ের সময় দৃশ্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ হয়ে যায়, যা তিনি উদ্দেশ্যমূলকভাবে করেননি।
অভিনেত্রী অভিযোগের পাল্টা জবাব দেন এবং বলেন, ‘‘দৃশ্য বোঝাতে গিয়ে চুম্বনের কোনো প্রয়োজন ছিল না। একজন পরিচালক কোনও অভিনেত্রীর গালে চুম্বন করতে পারেন না, তা ‘অনিচ্ছাকৃত’ হলেও।’’ তিনি আরও যোগ করেন, ‘‘এই ঘটনার পরও আমি শুটিং চালিয়ে গিয়েছিলাম, কারণ আমি চিৎকার বা তামাশা করতে চাইনি। তবে এতে ফ্লোরের অন্যরা হয়তো মনে করেছিল কিছুই ঘটেনি, যা ভীষণ অস্বস্তিকর।’’
‘অসত্য’ বিবৃতির জন্য অভিষেককে ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন; ‘অভিষেক ঠিকই বলেছে’, বলল তৃণমূল
অন্যদিকে, পরিচালকের দাবির বিরোধিতা করে অভিনেত্রী বলেন, ‘‘আমি কাজ হারানোর আশঙ্কা করেছিলাম, কিন্তু এই ধরনের ঘটনা প্রকাশ্যে আনা অপরিহার্য। আমরা যদি সাহস না দেখাই, তবে অপরাধীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াবে।’’