কলকাতা: একই দিনে মহরত হল দুটি ছবির। একটি বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবি এবং আর একটি ছবির পরিচালক রবি কিনাগি।
বেশ কিছুদিন ধরেই ইন্ডাস্ট্রিতে গুজব রটে ছিল রবি কিনাগির ছবিতে নাকি নুসরত অভিনয় করছেন। সেই গুজবের সত্যতা প্রমাণিত হল। ‘প্রোডাকশন ১০৫’ এবং ‘প্রোডাকশন ১০৬’ নামেই আপাতত কাজ শুরু হবে যথাক্রমে বিরসা দাশগুপ্ত এবং রবি কিনাগির ছবির। আর মজার ব্যাপার দু’টি ছবিতেই দেখা যাবে নুসরতকে।
বিরসা দাশগুপ্তের আগের ছবির নায়ক যশের সঙ্গে জুটিতে দেখা যাবে নুসরতকে। সূত্রের খবর, এই ছবিতে যশ এবং নুসরতের সঙ্গে থাকছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়ও। এই খবরটি অনেকের কাছেই অজানা। ইন্ডাস্ট্রির সিনিয়র মোস্ট অভিনেতা এই প্রথমবার বিরসা দাসগুপ্ত’র ছবিতে অভিনয় করবেন। তবে কোন চরিত্রে দেখা যাবে তাঁকে, তা এখনও স্পষ্ট নয়।
অন্য দিকে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’-র পর রবি কিনাগির ছবিতে অঙ্কুশ হাজরার সঙ্গে আবারও স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে নুসরতকে। এই ছবিতে অন্যান্য চরিত্রে থাকছেন ছোটো পর্দার আরও এক জনপ্রিয় অভিনেতা জয় এবং থাকছেন সায়ন্তিকাও। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই ছবিটিই বাংলা সিনেমায় জয়ের ডেবিউ ছবি।
দুটি ছবিরই কাজ শুরু হবে এ বছরের শেষের দিকে কিংবা আগামী বছর।