ওয়েবডেস্ক: বিয়ের তো এখনও দেরি আছে, তাই না? যত দূর জানা গিয়েছে, চলতি বছরের নভেম্বর মাসে রণবীর সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন!
তা, বিয়ের আগে একটা ব্যাচেলর পার্টির ব্যাপার অবশ্য থাকেই! সেই পার্টিতে আইবুড়োরা সাধ মিটিয়ে বিয়ের পরে যা করা যাবে না, সে সব কাজ-কম্ম করে নেন! দীপিকাও কি এ বার পা বাড়ালেন সে পথেই?
রকম দেখে তো তাই মালুম হচ্ছে! আর সত্যি বলতে কী, বিয়ের যত দেরিই থাক, নায়িকার হাতে সময় তো আর অঢেল নয়! এক দিকে রয়েছে বিয়ের নানা জোগাড়যন্তর, মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে সে দিকটাতেও নজর রাখছেন নায়িকা! পাশাপাশি রয়েছে, প্রাক-বিয়ের রূপটান পর্বও; নিজেকে ঘষে-মেজে আরও মোহময়ী করে তোলা!
কাজেই তার আগেই জীবনের কখনও না-করা কাজগুলো করে ফেলছেন নায়িকা। আপাতত আগুন লাগার দরুন বাড়িতেও ঢুকতে পারছেন না! ফলে, মন দিয়েছেন চিত্ত বিনোদনেই!
কিন্তু ঠিক কী কী করতে দেখা যাচ্ছে ভিডিওয় নায়িকাকে?
অ্যালিউর নামের এক পত্রিকার সঙ্গে গাঁটছড়া বেঁধে নায়িকা এ বার নানা মজার কাজ করে বেড়াচ্ছেন! তার মধ্যে রয়েছে পুরুষমানুষের ঝুঁটি বেঁধে দেওয়া থেকে সুন্দরীদের চোখ বেঁধে মেক-আপ করানোর মতো হরেক খেলা! বিশ্বাস না হলে দেখে নিন ঠিক নীচের ভিডিওয়!
Come to find out @deepikapadukone is actually not THAT bad at applying makeup to a stranger blindfolded! 😅 pic.twitter.com/TlY0GXV781
— Allure (@Allure_magazine) June 15, 2018
শুধু বলিউড জানতে চাইছে একটা কথাই- ‘পদ্মাবত’ ছবিতে অভিনয়ের জন্য রণবীর যখন বড়ো বড়ো চুল রেখেছিলেন, তখন কি তাঁর ঝুঁটি বেঁধে দেননি কখনই নায়িকা? এই কাজটা কি তাঁর কাছে খুবই নতুন?