ওয়েবডেস্ক: কথা রটেছিল বলিউডে- প্রাক্তন রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাড়ুকোনের স্বচ্ছ সম্পর্ক নিয়ে একেবারেই সন্তুষ্ট নন নায়িকার শ্বশুরবাড়ির লোকরা! এমন কথাও রটে গিয়েছিল- তাঁরা না কি রণবীর কাপুরের নাম লেখা ট্যাটুটা ঘাড় থেকে মুছে ফেলার জন্য জবরদস্তি করছেন নায়িকাকে!
তা, সেই জন্যেই কি বিয়ের আগে এক অনুষ্ঠানে দেখা হয়ে গেলে, রণবীর কাপুর যখন জড়িয়ে ধরে চুমু খেতে গিয়েছিলেন, তখন ছিটকে সরে এসেছিলেন দীপিকা? এখন বিয়ে হয়ে গিয়েছে বলে আর কিছুতেই অস্বাচ্ছন্দ্য বোধ করছেন না?
আরও পড়ুন: ফের জুটি বাঁধলেন দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুর, খুব তাড়াতাড়িই ফিরছেন পর্দায়!
সম্প্রতি এক ইভেন্টে প্রাক্তনের সঙ্গে দীপিকার চুমু আর নাচের ভিডিও ভাইরাল হতে ঠিক এমনটাই ভাবছে বলিউড! সে ভাবুক যা খুশি! কথা হল, রণবীর সিং নিজে কী ভাবছেন ব্যাপারটা নিয়ে?
“কী মনে হয়, আমি দীপিকার সঙ্গে ওর প্রাক্তনের সম্পর্ক নিয়ে কি আমার নিরাপত্তাহীনতায় থাকার কথা?” পাল্টা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন রণবীর সিং!
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।