১২টি এমি অ্যাওয়ার্ড জিতল হলিউডের টিভি সিরিজ ‘গেম অফ থ্রোন্স’এর পঞ্চম সিজন। সব মিলিয়ে এ পর্যন্ত ৩৮ টি এমি অ্যাওয়ার্ড জিতে রেকর্ড করল এই টিভি সিরিজ। ২০১৫ সালের মত এবছরও ‘বেস্ট ড্রামা’ বিভাগে পুরস্কার পেয়েছে এই সিরিজ। ফ্রাশিওর নামের অন্য একটি টিভি সিরিজের জেতা ৩৭ টি অ্যাওয়ার্ডের রেকর্ড ভাঙল গেম অফ থ্রোন্স।
ইতিমধ্যে চলতি বছরের জুন মাস থেকেই টিভি তে সম্প্রচারিত হচ্ছে গেম অফ থ্রোন্সের ষষ্ঠ সিজন।