গর্জিয়াস ডিভা মৌনি রায়ের খোলামেলা ছবি উষ্ণতা ছড়াচ্ছে তরুণ তুর্কীদের মনে

0

খোলামেলা পোষাকে সাবলীল মৌনি। কখনও বিকিনি তো কখনও সাবেকি পোশাকে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়েন মৌনি রায়। গর্জিয়াস ডিভা মৌনি রায়ের সিজলিং ছবি আসা মানেই ঝড় তোলে তরুণ তুর্কীদের হৃদয়।

MouniRoy2

সম্প্রতি ইস্তামবুল ফটো শুটে উষ্ণতা ছড়াতে দেখা গেল বঙ্গ তনয়াকে। নতুন ছবি প্রকাশ্যে আসতে ভক্তকুলকে মুগ্ধ করেছেন। মৌনির স্ট্র্যাপলেস থাই হাই স্লিট ড্রেসে প্রকাশ্যে এসেছেন। ব্ল্যাক ড্রেসের সঙ্গে অ্যাক্ট্রেস নিজের সাজকে বিশেষ রূপ দিয়েছেন। স্মোকি লুক, হাইলাইটার। সৌন্দর্যে মুগ্ধ ফ্যানেরা। মৌনি নিজের এই লুককে সিলেক্টেড ওপেন হেয়ারের সঙ্গে কমপ্লিট করেছেন। ছবিতে মৌনি রায় সিঁড়ির উপর কিলার পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বলে দেখা যাচ্ছে।

আরো পড়ুন :

সানি লিওন নয়, আইটেম গার্ল হিসেবে মৌনি রায়কে পছন্দ সলমন খানের!

বিজ্ঞাপন