বিনোদন
উর্দু ভাষাপ্রচারে সরকারের হুকুম শাহরুখ খান-সলমন খান-ক্যাটরিনা কাইফকে, সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ
ওয়েবডেস্ক: আচমকা কেন উর্দু ভাষার প্রচারের জন্য উঠে-পড়ে লাগলেন সরকারি কর্তৃপক্ষরা? খবর মোতাবেকে, সরকারি সংস্থা ন্যাশনাল কাউন্সিল ফর প্রোমোশন অব উর্দু ল্যাঙ্গোয়েজ না কি প্রতিযোগিতায় এবং কাজের নিরিখে ক্রমেই পিছিয়ে পড়ছে রেফতা এবং তার মতো আরও বেসরকারি সংস্থার কাছে। তাই হৃত সম্মান পুনরুদ্ধারের জন্য কোমর বেঁধেছে সরকারি সংস্থা। Before asking katrina to promote urdu please […]

ওয়েবডেস্ক: আচমকা কেন উর্দু ভাষার প্রচারের জন্য উঠে-পড়ে লাগলেন সরকারি কর্তৃপক্ষরা? খবর মোতাবেকে, সরকারি সংস্থা ন্যাশনাল কাউন্সিল ফর প্রোমোশন অব উর্দু ল্যাঙ্গোয়েজ না কি প্রতিযোগিতায় এবং কাজের নিরিখে ক্রমেই পিছিয়ে পড়ছে রেফতা এবং তার মতো আরও বেসরকারি সংস্থার কাছে। তাই হৃত সম্মান পুনরুদ্ধারের জন্য কোমর বেঁধেছে সরকারি সংস্থা।
Before asking katrina to promote urdu please make sure she can speak hindi properly
— Dr. zaffar iqbal (@zaffarmedico) March 17, 2019
Sallu and Katrina??? Well….looks like this move is to ensure urdu dies an accidental death.
— Mohammad Meraj (@Anti_31Percent) March 17, 2019
আরও পড়ুন: এ বার ওয়েব সিরিজে অভিনয় করবেন শাহরুখ খান, লুক-বদলের জন্য বাড়াচ্ছেন চুলও!
আর তার জন্যই না কি মোদী-সরকার হুকুম দিয়েছেন শাহরুখ খান, সলমন খান এবং ক্যাটরিনা কাইফকে- তাঁদের এই সুললিত ভাষার হৃত সম্মান পুনরুদ্ধারের প্রচারে অংশ নিতে হবে। এই তিনজনকে নিয়ে তৈরি হবে তিন ভিডিও, যেখানে তাঁরা উর্দুতে কথা বলে ভাষাসচেতনতা বাড়াবেন। দেখা যাচ্ছে, শাহরুখের ব্যাপারটা মেনে নিলেও ক্যাটরিনা এবং সলমনের যোগদান নিয়ে হাসাহাসি শুরু হয়েছে টুইটারে। টুইটগুলো তো পড়ছেনই, তার ব্যাখ্যায় গিয়ে লাভ নেই!
Both Salman and Katrina cannot write/speak Urdu properly. Kya hogaya Govt ko?
— Suhail M🇮🇳 (@suhailmaddie) March 17, 2019
কথা হল, সরকারের অদ্ভুত মানসিকতা নিয়ে! উর্দু একটি ভারতীয় ভাষা, তার প্রচারে কেন ইসলাম ধর্মাবলম্বীদেরই যুক্ত করছে সরকার? হিন্দুরা কেন বাদ গেলেন এই উদ্যোগ থেকে? সরকারের কাছ থেকে কি এমনই সাম্প্রদায়িক বিভাজন প্রত্যাশা করে দেশ?
বিনোদন
‘রাবণকে সাহায্য করে রামকে মারতে চাইছেন’? মিঠুন চক্রবর্তীর ১০টি জনপ্রিয় সংলাপ
ব্রিগেড মঞ্চেও মিঠুন বললেন, “আমি জলঢোড়াও নয়, বেলোবোড়াও নই। আমি একটা কোবরা। আমি জাত গোখরো। এক ছোবলে ছবি”।

খবর অনলাইন ডেস্ক: জল্পনা মতোই রবিবার বিজেপিতে যোগ দিলেন অভিনেতা এবং প্রাক্তন তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তী। এ দিন ব্রিগেডের মঞ্চে উঠেও তাঁর মুখে শোনা গেল বেশ কিছু চমকদার সংলাপ।
নিজের বক্তৃতায় তিনি বলেন, “আমি যা বলি, তা করে দেখাই। আমি জলঢোড়াও নয়, বেলোবোড়াও নই। আমি একটা কোবরা। আমি জাত গোখরো। এক ছোবলে ছবি। এ বার কিন্তু সেটাই হবে”।
হিন্দি হোক বা বাংলা- সমস্ত ধরনের ছবিতেই মিঠুনের মুখে এমনই কিছু অনবদ্য সংলাপ রয়েছে, যা মানুষের মুখে মুখে এখনও ঘুরতে শোনা যায়। এক নজরে দেখে নেওয়া যাক, সেগুলির মধ্যে থেকেই ১০টি-
১. শালা মারব এখানে লাশ পড়বে শশ্মানে- এমএলএ ফাটাকেষ্ট (বাংলা)
২. আই এম কৃষ্ণান আইয়ার এমএ। নারিয়েল পানিওয়ালা- অগ্নিপথ (হিন্দি)
৩. তোরা মস্তান হলে আমি মস্তানের বাপ, আমি ডিএসপি না আমি গুন্ডা, এক্কেবারে লাথখোর মাল। তোরা একটা পেটো মারলে আমি দশটা পেটো মারব, তোরা মারলে হবে মার্ডার আমি মারলে হবে এনকাউন্টর- বারুদ (বাংলা)
৪. জিনকে ঘর শিশে কে হোতে হ্যায়, ও বেসমেন্ট মে কপড়ে বদলতে হ্যায়- গোলমাল ৩ (হিন্দি)
৫. অভিমন্যু নাগ, বালিবোড়াও নয়, জলঢোড়াও নয়, জাত গোখরো এক ছোবলেই ছবি- অভিমন্যু (বাংলা)
৬. ম্যায় গরিবকে লিয়ে হিরো হুঁ অউর তুম লোগো কে লিয়ে ভিলেন। নাম হ্যায় মেরা শঙ্কর, হুঁ ম্যায় গুন্ডা নম্বর ওয়ান- গুন্ডা (হিন্দি)
৭. তুফান বছরে এক-আধবার আসে যখন আসে তখনই প্রলয় ঘটে ৷ আর যখন যায় ভগবানও তার অস্থিত্ব খুঁজে বেড়ায় ৷ বাপলিকের মার কেওড়াতলার পার- তুলকালাম (হিন্দি)
৮. সাপের ছোবল আর চিতার খাবোল, যেখানেই পরবে আড়াই কেজি মাংস তুলে নেবে- চিতা (বাংলা)
৯. রাবণকে সাহায্য করে রামকে মারতে চাইছেন? আমার এক কথা একশো কথার সমান- গুরু (বাংলা)
১০. বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাই বুঝি, যেই ভাষাটা আমি বুঝি সেই ভাষাটা বুঝিয়ে দিই- তুলকালাম (বাংলা)
আরও পড়তে পারেন: বিজেপির ব্রিগেড: বাংলা চায় প্রগতিশীল বাংলা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বিনোদন
অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আয়কর হানা
অনুরাগ এবং তাপসী প্রায়শই বিভিন্ন জাতীয় ইস্যুতে মুখ খুলেছেন।

খবর অনলাইন ডেস্ক: চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী তাপসী পান্নু-সহ আরও বেশ কয়েক জনের বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর।
জানা গিয়েছে, আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে বুধবার মুম্বইয়ের ২০টি জায়গায় হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। এর মধ্যে ছিল কাশ্যপের ফ্যান্টম ফিল্মসের অফিস এবং প্রযোজক মধু মান্টেনার বাড়ি।
একটি সূত্রের দাবি, ফ্যান্টম ফিল্মসের কর ফাঁকির মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে। ২০১৮ সালের একটি মামলার সূত্র ধরেই তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানি, মধু মান্টেনা, বিকাল বহেল-চার বন্ধু যৌথ ভাবে প্রযোজনা সংস্থা ফ্যান্টম ফিল্মস শুরু করেছিলেন। তবে ২০১৮ সালে সংস্থাটি বন্ধ হয়ে যায় বলে শোনা যায়।
উল্লেখ্য, অনুরাগ এবং তাপসী প্রায়শই বিভিন্ন জাতীয় ইস্যুতে মুখ খুলেছেন। একাধিক বার তাঁদের কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। সম্প্রতি কৃষক আন্দোলনকে সমর্থন করে পপ তারকা রিহানার টুইটাপ পোস্ট নিয়ে বিতর্ক বাঁধায় কেন্দ্রকে নিশানা করেন তাপসী।
অন্যদিকে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন নিয়ে মুখ খুলেছিলেন অনুরাগ। প্রতিবাদীদের উপর সরকারের দমনমূলক আচরণের সমালোচনা করেন তিনি। আবার বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্যে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়ান অনুরাগ।
আরও পড়তে পারেন: রাজনীতিতে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যোগ দিলেন তৃণমূলে
বিনোদন
রাজনীতিতে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যোগ দিলেন তৃণমূলে
মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের জন্য কাজ করতে চান অভিনেত্রী!

খবর অনলাইন ডেস্ক: বিধানসভা ভোটের আগে রাজনীতিতে নাম লেখালেন আরও এক টলিউড তারকা। বুধবার তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দিলেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)।
গত কয়েকদিন ধরেই তৃণমূলে টলিউডের বিভিন্ন পরিচিত মুখ যোগ দিচ্ছেন। শাসক শিবিরের থেকে খানিকটা পিছিয়ে থাকলেও যুযুধান বিজেপি-ও তারকাদের যোগদান করাচ্ছে। যেমন সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন টলিউডের আরেক অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কয়েক সপ্তাহ ধরেই রাজনীতিতে টলিউড-যোগ রীতিমতো ধারাবাহিক ভাবেই চলছে। তৃণমূল, বিজেপি উভয় দলেই নাম লেখাচ্ছেন অভিনেতারা।
এ দিন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসুর উপস্থিতিতে ঘাসফুল শিবিরে প্রবেশ করলেন সায়ন্তিকা।

তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে সায়ন্তিকা বলেন, “গুছিয়ে কথা বলতে পারি না। তবে শিখে নেব। প্রত্যেককে, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ। আমাকে কাজের সুযোগ করে দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানাই। আপনারা আশীর্বাদ চাই। দায়িত্ব যেন পালন করতে পারি”।
তিনি আরও বলেন, “বিগত ১০ বছর ধরেই আমি দিদির সঙ্গে রয়েছি। আজ অফিসিয়ালি যোগদান করলাম। আজ থেকে দিদির পাশে থেকে তাঁর হাত শক্ত করব। এখন সঠিক সময় এসে গিয়েছে। বাংলার মানুষ নিজে কী চান, সেটা প্রকাশ করার সময় এসেছে। আমি বাংলার সমস্ত মানুষকে অনুরোধ করব, দিদির পাশে থাকুন। আমরা জানি, বাংলা নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়”।
আরও পড়তে পারেন: পাঁচে শূন্য! দিল্লির পুরসভা উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি
-
রাজ্য2 days ago
কেন তড়িঘড়ি প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, সরব পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য
-
রাজ্য2 days ago
লড়াই মুখোমুখি! নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী
-
রাজ্য2 days ago
অস্বস্তি বাড়াচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ, কলকাতাতেও বাড়ল আক্রান্তের সংখ্যা
-
রাজ্য1 day ago
বিজেপির ব্রিগেড: বাংলা চায় প্রগতিশীল বাংলা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী