stars

কলকাতা : আলোর উৎসব দীপাবলি। এই শুভ মুহূর্তে চারদিক সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। আর সেই শুভ কালীপুজো আর দীপাবলির শুভ কামনা জানিয়ে উৎসবে মেতেছেন টলিউডের তারকারা। নিজেদের ফ্যান-ফলোয়ার্সদের উদ্দেশে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন নিজের উৎসব মুখর কিছু সুন্দর মুহূর্তের ছবি।  শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রিয়ঙ্কা সরকার থেকে শুরু করে আরও অনেকেই।

আসুন দেখে নেওয়া যাক ফ্যানদের জন্য কে ঠিক কী লিখেছেন-

ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর টুইটার পোস্টে নিজের একটি সুন্দর ছবি পোস্ট করেছেন। আর লিখেছেন “সবার কালীপুজো আনন্দে কাটুক”।

 

প্রসেনজিত লিখেছেন, “সুখ-সমৃদ্ধি ধরা দিক সকলকে। সারা বছর কাটুক খুব আনন্দে”। দিয়েছেন নিজের হাতে ফানুস ওড়ানোর ছবি।

 

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিজের একটি ভিডিও পোস্ট করেছেন। টুইটারে সকলের জন্য সুস্থতা আর সমৃদ্ধি কামনা করেছেন। সঙ্গে তিনি অবলা জীবের প্রতি অত্যাচার না করে আনন্দ উপভোগ করার অনুরোধ জানিয়েছেন।

 

শুভেচ্ছা জানিয়েছেন, প্রিয়ঙ্কা সরকার। পোস্ট করেছেন নিজের দীপাবলির সাজে একটি সুন্দর ছবিও।

 

সায়ন্তনী গুহঠাকুরতা পুজো মণ্ডপ উদ্বোধনের ছবি পোস্ট করেছেন।

 

শুভকামনা জানিয়েছেন আবির চট্টোপাধ্যায়ও। দেখুন তিনি কী লিখেছেন।

 

তালিকায় রয়েছে পার্নো মিত্রা, পাউলি দাম। বাদ যাননি টলিউডের আরও অনেক নায়ক-নায়িকাও।

 

লাস্ট বাট নট দ্য লিস্ট দেব। তিনি সকলকে শব্দ আর আর দূষণমুক্ত সুন্দর দীপাবলি কাটানোর জন্য অনুরোধ করেছেন।

 

ভুলে না ইচ্ছে করে? দিওয়ালিতে লেহঙ্গার সঙ্গে অন্তর্বাস পরে ঝড় তুললেন দিশা!

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here