খবর অনলাইন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল (SIT)। অভিনেতার অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ করে, পাটনায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সুশান্তের বাবা। সিবিআই (CBI) এখন সেই রহস্য সমাধানে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, সুশান্তের ব্যাঙ্কের স্টেটমেন্ট খতিয়ে দেখছে সিবিআইয়ের গঠিত এই সিট।
সিট কী?
জরুরি ভিত্তিতে কোনো ঘটনার তদন্তের জন্য বিশেষ টিম তৈরি করে কোনো তদন্তকারী সংস্থা।
নজরে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট
সিবিআই সূত্রে জানা গিয়েছে, সুশান্তের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। ইতিমধ্যে ব্যাঙ্কের মাধ্যমে অভিনেতার অ্যাকাউন্টের বিশদ পেয়েছে তারা।
এখন সিবিআই বোঝার চেষ্টা করছে যে, সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি সরানো হয়েছে না কি এ রকম কিছু ঘটেনি।
এ প্রসঙ্গে জানা গিয়েছে, সুশান্তের যে অ্যাকাউন্টটি নিয়ে অভিযোগ উঠেছে, তাতে খুব বেশি টাকা ছিল না, তাই ১৫ কোটির সরিয়ে ফেলার অভিযোগ কতটা সত্যি, তা বোঝার চেষ্টা করছে সিবিআই।
তবে সুশান্তের পরিবার নিজেদের দাবিতে অনড়। অভিনেতার পরিবারের দাবি, তাঁদের কাছে এর প্রমাণ রয়েছে।
এই পরিস্থিতিতে সিবিআই এখন এই দিকটি নিয়েই তদন্ত করছে। তারা বোঝার চেষ্টা করছে, সুশান্তের অ্যাকাউন্টের মাধ্যমে ১৫ কোটি টাকা রিয়া বা তার পরিবারকে দেওয়া হয়েছিল কিনা?
আরও পড়তে পারেন: ইএমআই অভিযোগ: নিজের ব্যাঙ্ক স্টেটমেন্ট শেয়ার করলেন অঙ্কিতা লোখান্ডে
এই মামলায় রিয়া চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।
রিয়াকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি
সিবিআই-এর পাশাপাশি ইডিও সুশান্ত মামলায় অর্থিক দিক নিয়ে দ্রুত গতিতে তদন্ত করছে। ইতিমধ্যেই রিয়া এবং তার ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।