ওয়েবডেস্ক: তা, যে ছবি করার খুব ইচ্ছে থাকলেও করে যেতে পারেননি ঋতুপর্ণ ঘোষ, সেই জ্যেষ্ঠপুত্র-র শুটিং যে শুরু হল, তাকে কার ইচ্ছা বলতে হয়? দৈবের না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-কৌশিক গঙ্গোপাধ্যায় জুটির?
সে প্রশ্নের উত্তর বিতর্কিত, সন্দেহ নেই! বিতর্ক তো এ নিয়েও যে ঋতুপর্ণ আর প্রতিম ডি গুপ্তর লিখে ফেলা চিত্রনাট্যই হাত বদল হয়েছে কি না! তবে তার চেয়েও আকর্ষণীয় ব্যাপার যে ঘটেছে তালসারিতে, সে কথা সম্প্রতি নিজেই জানালেন পরিচালক!
Thanks team #Jesthoputro for all your love and support..finally we wrapped the shoot at Talsari..Cheers @KGunedited @SurinderFilms @nideascreations @SudiptaaC @GargiBolchhi #RitwickChakraborty pic.twitter.com/w2AxVW0q4j
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) January 19, 2019
আরও পড়ুন: ঋতুপর্ণর শেষ চিত্রনাট্য নিয়ে দ্বৈরথ, প্রসেনজিৎ-কৌশিক কি চিত্রনাট্য ‘চুরি’ করলেন?
খবর বলছে, প্রসেনজিৎ এবং দলবল প্রথমে বোলপুরে, ঠিক তার পরের দিনেই না কি তালসারিতে ছবির শেষ পর্যায়ের কিছু শুটিং করে শেষ পর্যন্ত ইতি টেনেছেন কাজে! আর এ প্রসঙ্গেই দেখা গিয়েছে, তালসারির শুটে সাদা আলখাল্লা আর গলায় রুদ্রাক্ষের মালা দেওয়া প্রসেনজিৎকে! কৌশিকের দাবি, তা যেন দৈবকেও শুটিংয়ে হস্তক্ষেপ করতে বাধ্য করল!
Jyesthoputro shoot sesh. Ebar @SubhajitEditor babur kaaj shuru.
Ami borong ekta notun leykha niey boshi. Mon chaaichey ekta comedy likhi. 😀 pic.twitter.com/DRXXyhJS8O— Kaushik Ganguly (@KGunedited) January 21, 2019
“বুম্বাদার সঙ্গে বিচে শেষ শটটা একেবারে ম্যাজিকাল, ঠিক যেন দৈব হস্তক্ষেপ করল কাজে”, বলছেন পরিচালক! এবং আমাদের আঙুল কামড়ানো ছাড়া উপায় নেই, কেন না কী হয়েছে, তা তিনি খোলসা করে এখনই বলবেন না! দেখা যাক, পরে কখন বলেন!
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।