ওয়েবডেস্ক: নারদ! নারদ!
রণবীর কাপুর একবার সকৌতূকে জানিয়েছিলেন- করণ জোহর না কি বলিউডের নারদ মুনি! কেন না, তিনি প্রথমে বেছে বেছে নায়িকা এবং নায়কদের ডেকে নিয়ে আসেন তাঁর কফির গন্ধে মাতোয়ারা টক শো-তে। তার পর তাঁদের একে অন্যের বিরুদ্ধে খুঁচিয়ে দিয়ে ঝগড়া লাগান, মজা দেখেন! যা দেখা যাচ্ছে, করণকে বিলক্ষণ চিনেছেন রণবীর! তাঁর প্রাক্তন ক্যাটরিনা কাইফ এবং হবু স্ত্রী আলিয়া ভাট পরস্পরের বেস্ট ফ্রেন্ড ছিলেন বলে তাঁদের মধ্যে নায়কের প্রসঙ্গ টেনে ঝগড়া বাঁধাতে পারেননি কেউই! কিন্তু করণ খুব সহজেই কাজটা করে দিলেন! যখন তাঁর শোয়ের ষষ্ঠ পর্বে প্রথম অতিথি হয়ে এলেন আলিয়া আর দীপিকা পাড়ুকোন!
না কি আলিয়াই এ দিন ছিলেন সবাইকে নিয়ে রসিকতার মেজাজে?
হয়েছে কী, শোয়ের একটা জায়গায় এসে করণ দুই নায়িকাকেই কিছু ছবি দেখিয়ে সেগুলোয় তাঁদের শিরোনাম বসাতে বলেন! রণবীর সিংয়ের দুই হাতে মুখ ঢাকা এক ছবি দেখে আলিয়া যখন দীপিকাকে দেখিয়ে জানান- “যখন ও বিয়েতে রাজি হল”- তখনই বোঝা গিয়েছিল যে তাঁর মাথায় কী চলছে! এর ঠিক পরেই যখন অনুষ্কা শর্মা আর ক্যাটরিনা কাইফের একটা ছবি দেখালেন করণ, আলিয়া সাফ জানালেন- “যখন নকল চুলও নেই, মেক-আপও নেই, কিন্তু নিজেদের সুন্দরী প্রতিপন্ন করার জন্য চেষ্টা করে যেতেই হবে!” দেখছেনই তো ছবিটা, এমন কিছু খারাপও লাগছে না অনুষ্কা, ক্যাটরিনাকে! তা হলে কি এ বার থেকে ঝগড়াটাই পোশাকি হয়ে গেল?