খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। জন্মদিনের আগেই আবার প্রমাণ করলেন কেন তিনি বিশ্বজোড়া জনপ্রিয় এক আইকন। এবার তাঁর প্রশংসায় মেতেছেন হলিউড ও ডব্লিউডব্লিউই (WWE) সুপারস্টার জন সিনা।
সম্প্রতি এক্সে (পূর্বের টুইটার) শাহরুখ আয়োজন করেছিলেন তাঁর ভক্তদের সঙ্গে জনপ্রিয় সেশন #AskSRK। সেখানে ভক্তরা তাঁর সিনেমা, ফিটনেস ও জন্মদিনের পরিকল্পনা নিয়ে নানা প্রশ্ন করেন। এক ভক্ত যখন শাহরুখকে বলেন জন সিনাকে একটি শব্দে বর্ণনা করতে, তিনি জবাব দেন — “তিনি এক রকস্টার। খুবই বিনয়ী ও সদয়।”
শাহরুখের এই মন্তব্যে মুগ্ধ হয়ে জন সিনা দ্রুতই প্রতিক্রিয়া জানান। তিনি এক্সে লিখেন, “আমি আপনার সৌজন্যতা এবং আমাদের আলোচনাকে সবসময় মনে রাখব। ব্যক্তিগতভাবে এবং বিশ্বজুড়ে আপনার ভক্তদের জন্য আপনি যে প্রেরণা, তার জন্য ধন্যবাদ @iamsrk।”
তবে এটাই প্রথম নয়, এর আগেও শাহরুখ খানের প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করেছেন এই রেসলিং তারকা। মুম্বইয়ে আনন্দ অম্বানির বিয়ের অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে সাক্ষাৎ করেন জন সিনা এবং সেই মুহূর্তটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। তিনি লিখেছিলেন, “অনেক স্মরণীয় মুহূর্তে ভরা এক অভিজ্ঞতা ছিল এটি, যেখানে অসংখ্য নতুন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, যার মধ্যে ছিলেন @iamsrk। তাঁকে ব্যক্তিগতভাবে বলতে পেরে ভালো লেগেছে, তিনি আমার জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলেছেন।”
এছাড়া এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৪৮ বছর বয়সি সিনা জানান, শাহরুখের টেড টক (TED Talk) তাঁকে জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়ে অনুপ্রেরণা জুগিয়েছিল। শাহরুখের কথাগুলো তাঁকে শিখিয়েছিল সুযোগকে মূল্য দিতে এবং সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে সফলতা অর্জন করতে।
বিশ্বজোড়া ভক্তদের কাছে শাহরুখ খান যেমন রোমান্সের রাজা, তেমনি প্রেরণার এক জীবন্ত প্রতীক। আর জন সিনার মতো আন্তর্জাতিক তারকার মুখে তাঁর প্রশংসা— সেটিই প্রমাণ করে বলিউড বাদশার জাদু এখনও অটুট।
