পুজোতে কী করছেন অভিনেত্রী পায়েল?

0

আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যেই দুর্গাপুজোর প্ল্যানিং সেরে ফেলেছেন সেলেবরা। পুরো বছর ধরে তারকারাও অপেক্ষা করে থাকেন পুজোর এই ৫ টা দিনের জন্য।

টলিউড অভিনেত্রী পায়েল সরকারের এই বছরের পুজোতে নতুন কী প্ল্যান রয়েছে বরং জেনে নেওয়া যাক। অভিনেত্রী পায়েল পুজোতে বরাবরই কলকাতাতে থাকতে পছন্দ করেন।

পুজোর কয়েকটা দিন শহরের বাইরে কোথাও যেতে নারাজ অভিনেত্রী। তিনি যে কমপ্লেক্সে থাকেন পুজোতে বেশির ভাগ সময় সেখানেই কাটে তাঁর।

পুজোর পাঁচটা দিন নিজের কমপ্লেক্সের প্রতিবেশী ও ব্ন্ধুবান্ধবদের সময় কাটাতে চান পায়েল। আগে থেকে কোনও কিছুর প্ল্যান করায় খুব একটা বিশ্বাসী নন অভিনেত্রী।

তবে বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা বাদ যাবে না কোনও ভাবেই। পুজোর পাঁচ দিন নানা রকমের অনুষ্ঠান হয় তাঁদের কমপ্লেক্সে। সেখানেই সবার সঙ্গে আনন্দে মেতে সময় কাটবে অভিনেত্রীর। সপ্তমী থেকে দশমী চার দিনই থাকে  কমপ্লেক্সে ভোগের ব্যবস্থা থাকে। সঙ্গে কমপ্লেক্সের ভিতরে হরেক রকম খাবারের স্টলের ব্যবস্থা করা হয়। পুজোর দিনগুলিতে অভিনেত্রী ডায়েট ভুলে সেখানেই চুটিয়ে সব কিছুই খাবেন।

আরও পড়তে পারেন:

অভিনেতা বিশ্বনাথ বসুর কী প্ল্যান পুজোতে? জেনে নিন

পুজোতে কী প্ল্যানিং অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের?

বিজ্ঞাপন