পুজো শুরু হতে আর মেরেকেটে ৮-১০ দিন বাকি। ছোটো-বড়ো সক্কলের একসঙ্গে হইহই করে মেতে ওঠার পালা। সাদা মেঘের ভেলা, কাশের বন, শিউলিফুল প্রত্যেকেই জানান দেয় পুজো তো এসেই গেল। পুজো আসার এই আনন্দটা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ছড়িয়ে পড়ে। আগমনির সুরে যেন মন সকলেরই মেতে ওঠে। চারপাশে একটা পুজো পুজো গন্ধ, আলোর রোশনাই। উপচে পড়া আনন্দ ঝলমলে একটা পরিবেশ।
কিন্তু এত আনন্দের মধ্যে পুজোতে সেলেবদের কী প্ল্যানিং রয়েছে। জানতে ইচ্ছা করছে? তবে আসুন জেনেই নেওয়া যাক।
বেশ কয়েক বছর ধরে টলি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় পুজোয় কলকাতায় থাকেন না। পুজোর আনন্দ প্রকৃতির সঙ্গে ভাগ করে নেন। এই বছরেও তিনি পাহাড়ে বেড়াতে যাচ্ছেন।
অভিনেতাকে পুরো বছরই যেহেতু কড়া ডায়েটের নিয়ম মেনে চলতে হয়, তাই পুজোর কয়েকটা দিন আর ডায়েটের দরকার পড়ে না। মিষ্টি থেকে নোনতা খাবার সব কিছুই তিনি চুটিয়ে খাবেন।
শহর থেকে দূরে প্রকৃতির কোলে একেবারে নিবিড় নিভৃতে পাহাড়ের অপরূপ সৌন্দর্যময় স্থানগুলোতে ঘুরে দেখবেন। এমনটাই প্ল্যানিং রয়েছে অভিনেতার।
আরও পড়তে পারেন: অভিনেতা বিশ্বনাথ বসুর কী প্ল্যান পুজোতে? জেনে নিন