ওয়েবডেস্ক: সেই ২০১৩ সালে সংবাদমাধ্যমের পাশাপাশি সারা দেশে ঝড় তুলেছিল সুজান রোশন খান আর হৃতিক রোশনের বিয়ে ভাঙার খবর। হ্যাঁ, খবর যখন চাউর হয়েছিল, তখনও তিনি ‘খান রোশন’-ই বটে! তার পর দেখতে দেখতে কেটে গেল চার-চারটে বছর, পাঁচ নম্বর বছরটাও শুরু হল বলে! আর বিয়ে ভাঙার পাঁচের ঘরে বছর পড়তে না পড়তেই ফের শিরোনাম তৈরি করল সুজান আর হৃতিকের সম্পর্ক। কেন না, হালফিলে দুই ছেলে রেহান আর রিধানের সঙ্গেই শুধু নয়, প্রাক্তন স্বামী হৃতিকের সঙ্গেও সব সময়ে দেখা যাচ্ছে সুজানকে। তা হলে কি ফের বিয়ে করতে চলেছেন তাঁরা?
সুজান আর হৃতিক যে ফের বিয়ে করে দুই ছেলের সঙ্গে সুখী গৃহকোণে ফিরতে পারেন, নায়কের এক ঘনিষ্ঠ বন্ধুর কথায় মিলেছে তার ইঙ্গিত। “সুজান আর হৃতিক নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছিল, তা মিটিয়ে নিয়েছেন। ফের স্বাভাবিক হয়েছে ওঁদের সম্পর্ক। কথা চলছে, তাড়াতাড়িই ভেঙে যাওয়া সংসার জোড়া লাগাবেন তাঁরা”, জানিয়েছেন সেই বন্ধু!
পাশাপাশি, রোশন পরিবারও মুখ খুলেছে ব্যাপারটা নিয়ে। “হৃতিক আর সুজান দুজনেই এই ব্যাপারে ভাবনাচিন্তা করছে। ওরা একটু সময় চেয়েছে। তার পর কী ঠিক করল, জানাবে”, দাবি পরিবারের!
আশা করা যায়, সুখবরই মিলবে, তাই না?