ওয়েবডেস্ক: “কী আবার করব! সারা দিনটা রণবীর কাপুরের সঙ্গেই কাটাচ্ছি! একসঙ্গে শুটিং করব! তার পর যদি সময় মেলে, ডিনারে যাওয়া যায়”, ভ্যালেন্টাইনস ডে উদযাপন প্রসঙ্গে দিন কয়েক আগেই এই কথা জানিয়েছিলেন আলিয়া ভাট। কিন্তু এখন যা পরিস্থিতি, সব কিছু পরিকল্পনা মাফিক চললে হয়!
আরও পড়ুন: মেয়ের নাম ঠিক করে ফেললেন আলিয়া ভাট, বলুন তো কী?
খবর মোতাবেকে, বেশ কিছু দিন ধরেই অশান্তি চলছে এই জুটির মধ্যে! আলিয়া না কি সারা দিনে ক্রমাগত ফোন করে যান রণবীরকে! এ ছাড়া রয়েছে হোয়াটসঅ্যাপ টেক্সট! সেগুলোর উত্তর না দিলেই, ফোন না ধরলেই শুরু হয়ে যাচ্ছে ঝগড়া! যার জেরে হালফিলে খটাখটি বাড়ছে বই কমছে না সম্পর্কে!
তবে এ বার কিন্তু ঝগড়াটা বাধালেন রণবীর নিজেই, গলি বয় ছবির প্রিমিয়ার থেকে বেরিয়ে সবার সামনেই। খবর বলছে, ছবিটা দেখে না কি খুব একটা সন্তুষ্ট হননি তিনি। রণবীর সিংয়ের সঙ্গে আলিয়ার অন্তরঙ্গ দৃশ্যই কি এর কারণ? না কি ছবিটায় চেয়েও অভিনয়ের সুযোগ পাননি বলে রাগ?
কে জানে! তবে ক্রমাগত কী রকম কথা-কাটাকাটি চলল আর সবার শেষে কেমন কেঁদে ফেললেন আলিয়া, নিজেই দেখে নিন না!