আর সেটা ভালো করে বুঝিয়ে দিতেই হয়তো বিকেলে কফি খেতে খেতে নিজের আরও একটা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন প্রিয়ঙ্কা। প্রশ্নটা মনে আরও গেঁড়ে বসল। স্কার্ট না জিনস, এটা কী বানিয়েছে ডেনিম? নাকি দুইয়ের মিশেলে কোনো নতুন পোশাক? দেখুন তো ভালো করে!
প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মধ্যপ্রদেশে ভেঙে পড়া দুটি বিমানের মধ্যে একটি হল সুখোই ৩০ ও অন্যটি হল মিরাজ ২০০০ যুদ্ধবিমান।