ওয়েবডেস্ক: ফিরব বললেই কি আর ফেরা যায়!
অবশ্য রণবীর কাপুর যে দীপিকা পাড়ুকোনের জীবনে আবার ফিরতে চাইছেন, তেমনটা তিনি স্পষ্ট করে বলছেন না কোথাও! দাবিটা করছে বলিউড আর তার অন্দরমহলের গুজব!
আসলেও বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল, ফের নতুন করে দীপিকা পাড়ুকোনের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে রণবীর কাপুরের। মুম্বইয়ের এক অনুষ্ঠানে পরস্পরের গানের সঙ্গে নেচেছেন তাঁরা, রণবীর সবার সামনেই হাঁটু মুড়ে বসে প্রেম নিবেদন করেছেন দীপিকাকে। নতুন করে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ গানের সঙ্গে!
আর তার পরেই নায়ক পড়লেন অসুখে! খবর এল, টাইফয়েড হয়েছে তাঁর! আর সেটার জন্যেই পিছিয়ে গেল দীপিকার সঙ্গে মণীশ মালহোত্রার পোশাকে সেজে-গুজে ফ্যাশন সরণিতে হাঁটা! যাই হোক, অসুখ থেকে সেরে উঠেই প্রাক্তনের হাত ধরেছেন রণবীর, চুটিয়ে দু’জনে পায়চারিও করেছেন র্যাম্পে।
আর তার পরেই নায়কের ‘দিল’ একটু মুশকিল করছে আর কী! মিডিয়ায় যা বিবৃতি দিচ্ছেন তিনি, তার ভিত্তিতে বোঝা যাচ্ছে যে দীপিকার জন্য তাঁর মন কেমন করছে! মুম্বইয়ের মঞ্চানুষ্ঠানের আগে যে ভাবে তিনি দীপিকাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন, তার থেকেও ব্যাপারটা স্পষ্ট! ছবিতে তো দেখতেই পাচ্ছেন ব্যাপারটা!
যাই হোক, এটা আপাতত পরিষ্কার যে রণবীর সিংয়ের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন দীপিকা। এবং সেই ব্যাপারটা কোথাও একটা হলেও হয়তো খারাপ লাগছে রণবীর কাপুরের। অন্তত তাঁর জবানবন্দি তো সেই দিকেই ইঙ্গিত করছে!
“দীপিকার সঙ্গে হাঁটা আমার পক্ষে সব সময়েই আনন্দজনক”, বলছেন তিনি!
উঁহু! শুধু উপর-উপর বিচার করবেন না! একটু তলিয়ে ভাবুন! বুঝতে পারছেন না, দীপিকার সঙ্গে থাকাটা কতটা চোখে হারাচ্ছেন নায়ক!
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।