গুজব ছিল সলমন যেখানেই যাচ্ছেন সেখানেই নাকি তাঁর সঙ্গে থাকছে রোমানিয়ান বান্ধবী লুলিয়া ভান্টুর। কিছুদিন আগে দলাই লামার সঙ্গে দেখা করেছেন সাল্লু মিঞা। সেখানেও নাকি সঙ্গে ছিলেন লুলিয়া। আর লেটেস্ট আপডেট হল, সলমন খানের গাওয়া ‘ম্যায় হু হিরো তেরা’ গানটি গাইবেন লুলিয়া। তবে এই প্রথম নয় এর আগে সুলতান ছবির ‘বেবি কো ব্যাস পসন্দ হ্যায়’ গানটিও গেয়েছিলেন লুলিয়া।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।