ওয়েবডেস্ক: বলিউডের চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালির নতুন ছবিতে অভিনয় করবেন জাভেদ জাফরির ছেলে মিজান! ক’দিন ধরে ব্যাপারটা নিয়ে কানাঘুষো চললেও এ কথা এবার নিজের মুখেউ স্বীকার করে নিলেন মিজান। যদিও সিলভার স্ক্রিন যে তাঁর শৈশবের স্বপ্ন ছিল না, সে কথাও জানালেন। তা হলে কেন ফিল্মে?
মিজান বলেন, “একজন অভিনেতা হব, এমন কোনো স্বপ্ন আমার শৈশবে ছিল না। কিন্তু সঞ্জয় স্যর যখন তাঁর আগামী ছবির জন্য আমাকেই সুযোগ দেওয়ার কথা বললেন, তখন তো কোনো মতেই সেটা ফিরিয়ে দেওয়া যায় না। আসলে উনিই আমার চোখে সেই স্বপ্নটা বসিয়ে দিয়েছেন। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তাঁর মতো একজনকে পাওয়া তো কম সৌভাগ্যের ব্যাপার নয়”।
IT’S OFFICIAL… Sanjay Leela Bhansali to launch Meezaan in his forthcoming film… To be directed by Mangesh Hadawale. pic.twitter.com/K944Cz1hnY
— taran adarsh (@taran_adarsh) March 2, 2019
অন্য একটি সূত্রে শোনা যাচ্ছে, বনশালির ভাগনি শারমিন সেগালের বিপরীতে মিজান ওই ছবিতে অভিনয় করবেন। অতীতে একাধিক তারকার ভা্গ্য গড়ে দেওয়ার নজির রয়েছে বনশালির জিম্মায়। স্বাভাবিক ভাবেই মিজানের ক্ষেত্রেও তার পুনরাবৃত্তি হতে পারে ধরে নিয়েই হয়তো প্রহর গুনবে বলিউড!
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।