শরীরের নিখুঁত গড়নে নেট পাড়ায় ঝড় তুলেছেন বনি কন্যা, জাহ্নবী কাপুর সেই সুন্দরীদের মধ্যে একজন যাঁদের স্টাইলিং সেন্স সবার থেকে আলাদা।

ভারতীয় থেকে ওয়েস্টার্ন সব ধরনের পোশাকই জাহ্নবীর ফিগারে খুব ভালো মানায়। সবসময় তাঁর স্টাইলিং ইউনিক করে তুলতে হয়। এই কারণেই জাহ্নবী বোল্ড ড্রেস পরার ক্ষেত্রেও পিছিয়ে নেই। সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গেই ক্যারি করেন।

সম্প্রতি অভিনেত্রীর ছবি প্রকাশ্যে আসতে মুগ্ধ নেটিজেনরা। কমেন্টে দেখা গেছে জাহ্নবীর নতুন লুকে প্রশংসায় পঞ্চমুখ। এই ছবিতে জাহ্নবী কাপুরকে স্কাই ব্লু হাই কাট পোশাকে দেখা যাচ্ছে। খোলা চুল, ছিমছাম মেকআপ লুকেই নেটমাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী। ছবি দেখে নজর সড়াতে পারছেন না তার ভক্তরা। বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি তার ‘গুড লাক জেরি’ ছবির প্রচারে ব্যস্ত।
আরও পড়তে পারেন :
বিয়ে নিয়ে কী পরিকল্পনা জাসমিন ভাসিনের ?
খাতরো কি খিলাড়ি সিজন ১২: অংশ নিচ্ছেন না ফারুকি, জানালেন স্বয়ং
মলদ্বীপে অনুষ্কা শর্মার নতুন সাইকেল পার্টনার কে ? জানুন
পুরনো-নতুন এক ফ্রেমে! ‘ডন থ্রি’-তে এক সঙ্গে পর্দায় দেখা যাবে বিগ বি এবং কিং খানকে?
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।