ওয়েবডেস্ক: বিপদ যে কখন কার পিছু নিয়েছে, তার আগাম আঁচ পাওয়া মুশকিল। এই যেমনটা হল অভিনেত্রী কাজলের সঙ্গে। নিরাপত্তারক্ষী এবং অনুরাগী পরিবৃত হয়ে তিনি হাঁটছিলেন একটি শপিং মলে। আচমকা দুর্ঘটনার শিকার হলেন তিনি।
ওই শপিং মলে দিনে-দুপুরে হোঁচট খাওয়ার মতো তেমন কোনো উপকরণও সম্ভবত মজুত ছিল না। কিন্তু চোখে রোদ চশমা লাগানো কাজলকে দেখে বোঝাই যাচ্ছিল, তিনি তাঁর পথের দিকে সামান্যতম দৃষ্টিদান না করেই খুব বেশি সামনের দিকে তাকাচ্ছিলেন। ফলে যা হওয়ার তাই হল। গতির সঙ্গে ভারসাম্য হারিয়ে তিনি পড়ে গেলেন। সামান্য আঘাতও লেগেছে ‘দিলওয়ালে’-তে শাহরুখ খানের সঙ্গে শেষ বার পর্দায় দেখা যাওয়া নায়িকা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।