ওয়েবডেস্ক: তারকার ঘরে আলোর রোশনাই। দীপাবলি মানেই আলোর মেলা। বলিউডে দীপাবলির উৎসব প্রায় প্রত্যেক তারকার ঘরেই। এই আলোর উৎসবে তারকারা তো সেজেছেনই, সাজিয়েছেন নিজেদের ঘরও। কেউ কেউ তো নিজের হাতে আলপনাও দিয়েছেন এই উপলক্ষ্যে এবং সেই সব ছবি তুলে দিয়েছেন অনুরাগীদের দরবারে ইনস্টাগ্রামের মাধ্যমে। সঙ্গে সকলের উদ্দেশে রয়েছে শুভ কামনাও। দেখব তেমনই কিছু ঝকঝকে ছবি এবং দেখব কে কী লিখেছেন শুভেচ্ছা বার্তায়।
দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। স্বামীর সঙ্গে নিজের ঘরের ছবি পোস্ট করেছেন অনুরাগীদের জন্য।
সকলের জন্য দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন, বিরাটের সঙ্গে তোলা ছবিও পোস্ট করেছেন অনুষ্কা।
গৌরী পোস্ট করলেন তাঁদের এই বছরের দীপাবলির ছবি।
সদ্য হাসপাতাল থেকে ফেরা অমিতাভ বচ্চন দীপাবলির উৎসবে সামিল হলেন। আনন্দও করলেন। তারই ছবি পোস্ট করলেন বিপাশা বসু। সঙ্গে করণ সিংহ গ্রোভার। তাঁরাও বিগ বি-র সঙ্গে সামিল হয়েছেন দীপাবলির এই অনুষ্ঠানে।
দীপাবলির শুভেচ্ছা জানালেন শিল্পা শেট্টি। স্বামী ও পুত্রের সঙ্গে তোলা একটি সুন্দর ছবি পোস্ট করছেন তিনি।
দীপাবলির পার্টিতে দুই সুন্দরী ফ্রেমবন্দী বিপাশা ও ঐশ্বর্য।
সপরিবারে শিল্পা শেট্টি।
লক্ষ্মী পুজোর একটি ভিডিও শেয়ার করেছেন শিল্পা।
আলোর উৎসবে মেতেছেন ক্যাটরিনা।
ঘর সাজিয়েছেন মৌনী, সঙ্গে জানালেন শুভেচ্ছাও।
দীপাবলির স্পেশাল ছবি শেয়ার করলেন সইদ ঘরণী মীরা।
দীপাবলির ছবি মৌনীর।
হলুদবাহিনী সানি লিওনের। স্বামী ও কন্যার সঙ্গে ছবি শেয়ার করলেন সানি। জানালেন, আন্তরিক শুভেচ্ছা পরিবারের পক্ষ থেকে।
সানির হলুদবাহিনীর আরও একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন।
সুস্মিতা আর পরিবারের দীপাবলি উদযাপন।
কাজল ও অজয় সকলকে জানিয়েছেন, দীপাবলির শুভেচ্ছা।
সোনার বরণ সানি। শুভেচ্ছা জানালেন সকলকে।
সুস্মিতা সেনের পরিবারে দীপাবলির উৎসব। পোস্ট করলেন তার কয়েকটি ভিডিও।
সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খানও। সকলের জীবন উজ্জ্বল হোক সেই প্রার্থনাও করেছেন তিনি।
বাজি পোড়াতে মত্ত কঙ্গনা।
রঙ্গোলী আর প্রদীপে সাজিয়েছেন ঘর। সেজেছেন নিজেও। ছবি ও শুভেচ্ছা পোস্ট করলেন শ্রেয়া ঘোষাল। জানালেন এটি তাঁর প্রিয় উৎসব।
দীপাবলির সাজে রাইমা।
পরিবার পরিজনের সঙ্গে অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। দীপাবলির উৎসব পালন করা চলছে। সকলের জন্য নিরাপদ ও খুশিময় দীপাবলি প্রার্থনা করেছেন।
চাণ্ডেল পরিবারের খুদে সদস্য ও রঙ্গোলী জানালেন শুভ দীপাবলি।
কঙ্গনা ও খুদে সদস্য মত্ত দীপাবলির আনন্দে। পরিবারের সঙ্গে সকলকে শুভেচ্ছা তাঁদের পক্ষ থেকেও।
দীপাবলির রাতে পার্টিতে মেতে করিনা, করিশ্মা ও অন্যান্য তারকা।
দুই তারকা কাপুর বোনের সঙ্গে দীপাবলির খুশিতে মেতেছেন বলি আকাশের অন্য তারকারাও।
পরিবারের সঙ্গে দীপাবলির বিশেষ মুহূর্ত তৈমুরের।
পরিবেশ বাঁচানোর বার্তা দিচ্ছেন এই তারকারা
দীপাবলিতেও পরিবেশ বাঁচাতে বিশেষ বার্তা ও পদ্ধতি বাতলালেন জুঁহি। পোস্ট করলেন ভিডিও। সেই ভিডিও ভাইরাল।
সকলের জন্য অনেক শুভেচ্ছা জানালেন জুঁহি।
দীপাবলির রাতের বিশেষ সাজ জুঁহির।
টলিউড তারকাদের কালীপুজো ও দীপাবলির উতসব পালনের ছবি দেখুন