kalpana-lajmi critically ill

ওয়েবডেস্ক : দামন, রুদালির পরিচালক কল্পনা লাজমি গুরুতর অসুস্থ। গত কয়েকমাস ধরে তিনি কিডনি ক্যান্সারে ভুগছেন। বুধবার তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।

গত ছ’মাস ধরে তিনি বিছানায় শয্যাশায়ী। তাঁকে প্রতিদিনই ডায়ালিসিস করতে হচ্ছে। স্ক্রল ডট ইনের দেওয়া খবর অনুযায়ী তাঁর চিকিৎসার খরচ মাসে প্রায় আড়াই লক্ষ টাকা। এই টাকা দিচ্ছেন বলিউডের সিলিব্রিটিরা। কুইন্টের দেওয়া খবর অনুযায়ী এই টাকা দিচ্ছে ইন্ডিয়ান ফিল্ম এন্ড টেলিভিশন ডিরেকটর অ্যাসোশিয়েশন। যে সংস্থায় রয়েছেন আমির খান এবং রোহিত শেঠিরা।

লাজমির মা জানিয়েছেন, পরিচালকের শারীরিক অবস্থা খারাপ হতেই সোমবার তাঁকে মুম্বইয়ের ককিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর একটি কিডনি ইতিমধ্যেই বাদ দিতে হয়েছে। অপর কিডনি অবস্থা ভালো নয়। সেটাতেও সংক্রমণ হয়েছে।

শনিবার মুম্বইয়ে অল অসম স্টুডেন্ট অ্যাসোশিয়েশন নেতারা লাজমির সঙ্গে দেখা করেন এবং তাঁকে আর্থিক সাহায্যের প্রস্তাব দেন।

আরও পড়ুন : শুনতে অবাক লাগলেও হলিউডের এই সব ছবির অনুপ্রেরণা কিন্তু ভারতীয় ছবি

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here