এই সময়টা জুড়ে পোশাক নিয়ে রকমারি অস্বস্তির মধ্যে থাকেন সব মহিলাই। কোথাও যেতে হলে তো কথাই নেই। না, অন্তঃসত্ত্বা মহিলাদের উপযোগী পোশাক বাজারে নেই বা ছিল না কখনও, এমন কথা বলছি না। তবে কি না গ্ল্যামার দুনিয়ার চেনা মুখ যখন আপনার সামনে এসে দাঁড়িয়ে পড়েন, কেমন পোশাক পড়লে আপনি স্বচ্ছন্দ বোধ করবেন, তা নিজেকে দিয়ে দেখিয়ে দেন, তখন আত্মবিশ্বাস খানিক বেড়ে যায় বৈকি।
আপনাকে সেই আত্মবিশ্বাস জোগাতে আসরে হাজির বলিউড ডিভা করিনা কাপুর খান। নবাব বাড়ির বউ এখন মা হওয়ার পথে। স্বাভাবিক ভাবেই এ সুযোগ ছাড়তে চায়নি ফ্যাশন দুনিয়া। তাঁকে দিয়েই গর্ভবতী মহিলাদের উপযোগী পোশাকের ব্র্যান্ডিং করাচ্ছে একটি পোশাক প্রস্তুতকারক সংস্থা। বেবোও দিব্যি খুশি। হবেন নাই বা কেন ! মা হওয়ার এই সময়টাকে ঘিরে এই ধরনের বিপণন তো ভারতে বেশ নতুনই।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।