ওয়েবডেস্ক: রবিবার সকাল। স্থান মুম্বই বিমানবন্দর। কার্তিক আরিয়ান নাচের কয়েকটা স্টেপ সযত্নে শিখিয়ে দিলেন দীপিকা পাডুকোনকে।
‘পতি পত্নী অউর ওহ’ থেকে তাঁর ‘ধীমে ধীমে’ গানের হুক স্টেপ শেখানোর বেশ কয়েকটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে কয়েক ঘণ্টার মধ্যেই।
কার্তিকের তত্ত্বাবধানে দীপিকা এই স্টেপগুলো খুব সহজেই তুলেও ফেললেন। তবে বিমানবন্দরের মধ্যে যখন নাচের ক্লাস চলছে, তখন জনতা আর কী করে! চিৎকার ও করতালিতে ফেটে পড়তে দেখা গেল আগ্রহীদের।
কার্তিক নিজেও তাঁর সঙ্গে দীপিকার নাচের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, “# ধীমে ধীমে চ্যালেঞ্জ পরবর্তী স্তরে পৌঁছেছে। @deepikapadukone. অনেক বেশি মজা”।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।