ওয়েবডেস্ক: ৩০ তম জন্মদিনে সামনে এল সত্যিটা! জানা গেল- ছবি করার বছর দুয়েক আগেই বলিউডের এক বিখ্যাত ছবিতে প্রথম দেখা গিয়েছিল অনুষ্কা শর্মার মুখ!
ছবির নাম- ‘লাগে রহো মুন্নাভাই’! পরিচালক- রাজকুমার হিরানি! এই ছবিতেই গান্ধীবাদী গুণ্ডার চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছিলেন সঞ্জয় দত্ত। রেডিও জকি হিসাবে প্রায় আদর্শই স্থাপন করে ফেলেছিলেন বিদ্যা বালান!
কিন্তু এই ছবিতেই দেখা গিয়েছিল অনুষ্কা শর্মার মুখও! আর মুখ দেখা যাওয়া মানে আক্ষরিক অর্থেই তাই! কেন না, ছবিতে অভিনয় করেননি নায়িকা! রাজকুমার হিরানি স্রেফ একটা দৃশ্যে ব্যবহার করেছিলেন তাঁর ছবি!
সেই দৃশ্যে দেখা গিয়েছিল, রেডিও অফিসের করিডর দিয়ে হনহন করে হেঁটে আসছে রাগত মুন্নাভাই! তখনই পাশের দেওয়ালে আরেক রেডিও জকি হিসাবে ছবিতে বেশ বড়ো করেই দেখা গিয়েছিল অনুষ্কা শর্মার মুখ!
কিন্তু সেই মুখ তখনও বলিউডের জনপ্রিয় নায়িকার নয়। কেন না, এর ২ বছর পরে ‘রব নে বনা দি জোড়ি’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা দিয়েছিলেন অনুষ্কা!
কিন্তু কেরিয়ার যে শুরু হয়ে গিয়েছিল আগেই, হিরানির ছবিই তো তার প্রমাণ!