বিনোদন
ফিরে দেখা ২০১৯: বলিউডি হিসেবনিকেশ

ওয়েবডেস্ক: চড়াই-উৎরাই তো রয়েছেই, বিতর্ক-গুঞ্জনও সমানে বয়ে নিয়ে গিয়েছে বলিউড। তবে ২০১৯-এর এমন কিছু ঘটনা, যা সংবাদমাধ্যম-গণমাধ্যমে সমানে রসদ জুগিয়েছে, এক ঝলকে দেখে নেওয়া যাক সে সবেরই অন্যতম কয়েকটি।
জাইরা ওয়াসিমের ‘রণে ভঙ্গ’
জুন মাসে বলিউড ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন ‘দঙ্গল’ নায়িকা জাইরা ওয়াসিম। তিনি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছিলেন, পাঁচ বছর হয়ে গেল তিনি বলিউডে পা রেখেছেন। অনেক কষ্ট করে বলিউডে নিজের একটা জায়গাও করে নিয়েছেন। অনেক মানুষের ভালোবাসা, আশীর্বাদ, সমর্থনও পেয়েছেন। কিন্তু তা সত্বেও তিনি বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই জীবনযাত্রা তাঁর ধর্ম ও বিশ্বাসের ওপর একটা হুমকি, আঘাতের মতো।
২ এবং ১-এও ‘কবির সিং’
২০১৭-র তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’-র হিন্দি রিমেক ছবিতে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিলেন শাহিদ কাপুর। ‘কবির সিং’ মুক্তি পায় ২১ জুন। মুখ্য ভূমিকায় শাহিদের সঙ্গে ছিলেন কিয়ারা আডবাণী। ‘কবির সিং’ ২০১৯ সালের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী বলিউড ছবি হিসাবে স্বীকৃতি পেয়েছে। মজার কথা, ২০১৯-এ গুগল সার্চে ট্রেন্ডিং নম্বর ওয়ান-এর তকমা পেয়েছে এই ছবি।
‘কুইন’ কঙ্গনা রানৌত
পর্দায় নিজের অভিনয় দক্ষতা ছাড়াও বিতর্কের জন্য ২০১৯-এ মিডিয়ায় সমান দাপট ধরে রাখলেন। জাজমেন্টাল হ্যায় কেয়ার একটি ইভেন্টে, কঙ্গনা এক সাংবাদিকের উপর ক্ষোভে ফেটে পড়েন। ওই প্রতিবেদককে মিথ্যাবাদী বলে দাবি করেন। এমনকি বোন রাঙ্গোলির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একের পর এক পোস্ট তাঁকে বিতর্কের মধ্যমণি করে রেখেছিল। এই অভিনেত্রীকে দীর্ঘদিন ধরে মিডিয়া বয়কট করেছিল।
ছোটোপর্দার ‘বিগ বস’
হোক না ছোটো পর্দা, তবুও সর্বাধিক আলোচিত রিয়েলিটি শো বিগ বস অনুষ্ঠানের শুরুতে টিআরপির অভাব প্রত্যক্ষ করে। পরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি-সহ একাধিক পন্থায় শো-টি ঘুরে দাঁড়ায়। দু’মাস পরে গুরুতর পরিবর্তন দেখা যায় টিআরপিতে। শোয়ের মেয়াদ ২০২০-র ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেন নির্মাতারা।
ইনশাল্লাহ!
শুটিং শুরু হওয়ার কথা ছিল সঞ্জয়লীলা বনশালির নতুন ছবি ইনশাল্লাহ-র। কিন্তু আচমকা খবর পাওয়া যায়, সেই ছবির শুটিং বন্ধ করে দিয়েছেন বলিউডের প্রখ্যাত ছবি নির্মাতা। বলিউডে গুঞ্জন, বিভিন্ন স্টুডিয়োতে সেটও তৈরি হয়ে গিয়েছিল ছবির। কিন্তু ছবির নায়ক সলমন খান ছবি থেকে বেরিয়ে যান। যার ফলে ছবির কাজ বন্ধ হয়ে যায়! পরের ছবিতে মনোনিবেশ করেন সঞ্জয়-সলমন। ধামা চাপা পড়ে বিতর্ক।
মাঠে নয়, স্টুডিয়োয় বিতর্কে হার্দিক
বিতর্কের সূত্রপাত হয়েছিল করণ জোহরের টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ। সেখানে এমন মন্তব্য করে বসেন হার্দিক পাণ্ড্য, যা শোনার পর তাঁর উপর অনেকেই ‘বর্ণবিদ্বেষ ও মহিলাদের প্রতি অসম্মান’ প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ আনেন। সে ভাবে কোনো বেফাঁস মন্তব্য না করেও বিপদে পড়েন কে এল রাহুলও। বিতর্ক এমন জায়গায় পৌঁছে যায়, যে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরানো হয় দুই ক্রিকেটারকেই। পরে হার্দিক ও রাহুল, দুই ক্রিকেটারের কাছেই জবাবদিহি চেয়ে পাঠায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেখানে নিঃশর্ত ক্ষমাও চান তাঁরা।
পরিণয় নয়, তবে না কি প্রেম!
২০১৯-এ অফ স্ক্রিনে একাধিক প্রেমকাহিনি ঘুরেছে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। রণবীর কাপুর-আলিয়া ভাট, মালাইকা অরোরা-অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান-নাতাশা দালাল, সারা আলি খান-কার্তিক আরিয়ান। তবে সবগুলোই প্রেমের কাহিনিতেই আটকে পড়েছে, ছাঁদনাতলায় পৌঁছায়নি।
প্রতিবাদে মুখর বলিউড
সারা বছরই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অনুরাগ কাশ্যপের মতো সেলেবদের প্রতিবাদে মুখর হতে দেখা গিয়েছে। বচ্ছরশেষে নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ বা সমর্থনে নেমেছিলেন তারকারা। রাহুল বোস, ফারহান আখতার, স্বরা ভাস্বর অথবা বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের প্রতিবাদী কণ্ঠ শুনেছেন তাঁদের সিনেমার ভক্তরা।
আয়ুষ্মান ভব
২০১৮ শেষ করেছিলেন ‘অন্ধাধুন’ এবং ‘বাধাই হো’ দিয়ে। ২০১৯-এও দুর্দান্ত অভিনয়ে দর্শকদের মনমুগ্ধ রাখতে সফল অভিনেতা আয়ুষ্মান খুরানা। তিনটি বাণিজ্য সফল ছবি দিয়েছেন – ‘আর্টিকেল ১৫’, ‘ড্রিম গার্ল’ এবং ‘বালা’। ‘অন্ধাধুন’-এ অভিনয় তাঁকে সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছে। প্রচুর প্রশংসা আর পুরস্কারে আয়ুষ্মান এগিয়ে চলুন!
বিনোদন
‘রাবণকে সাহায্য করে রামকে মারতে চাইছেন’? মিঠুন চক্রবর্তীর ১০টি জনপ্রিয় সংলাপ
ব্রিগেড মঞ্চেও মিঠুন বললেন, “আমি জলঢোড়াও নয়, বেলোবোড়াও নই। আমি একটা কোবরা। আমি জাত গোখরো। এক ছোবলে ছবি”।

খবর অনলাইন ডেস্ক: জল্পনা মতোই রবিবার বিজেপিতে যোগ দিলেন অভিনেতা এবং প্রাক্তন তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তী। এ দিন ব্রিগেডের মঞ্চে উঠেও তাঁর মুখে শোনা গেল বেশ কিছু চমকদার সংলাপ।
নিজের বক্তৃতায় তিনি বলেন, “আমি যা বলি, তা করে দেখাই। আমি জলঢোড়াও নয়, বেলোবোড়াও নই। আমি একটা কোবরা। আমি জাত গোখরো। এক ছোবলে ছবি। এ বার কিন্তু সেটাই হবে”।
হিন্দি হোক বা বাংলা- সমস্ত ধরনের ছবিতেই মিঠুনের মুখে এমনই কিছু অনবদ্য সংলাপ রয়েছে, যা মানুষের মুখে মুখে এখনও ঘুরতে শোনা যায়। এক নজরে দেখে নেওয়া যাক, সেগুলির মধ্যে থেকেই ১০টি-
১. শালা মারব এখানে লাশ পড়বে শশ্মানে- এমএলএ ফাটাকেষ্ট (বাংলা)
২. আই এম কৃষ্ণান আইয়ার এমএ। নারিয়েল পানিওয়ালা- অগ্নিপথ (হিন্দি)
৩. তোরা মস্তান হলে আমি মস্তানের বাপ, আমি ডিএসপি না আমি গুন্ডা, এক্কেবারে লাথখোর মাল। তোরা একটা পেটো মারলে আমি দশটা পেটো মারব, তোরা মারলে হবে মার্ডার আমি মারলে হবে এনকাউন্টর- বারুদ (বাংলা)
৪. জিনকে ঘর শিশে কে হোতে হ্যায়, ও বেসমেন্ট মে কপড়ে বদলতে হ্যায়- গোলমাল ৩ (হিন্দি)
৫. অভিমন্যু নাগ, বালিবোড়াও নয়, জলঢোড়াও নয়, জাত গোখরো এক ছোবলেই ছবি- অভিমন্যু (বাংলা)
৬. ম্যায় গরিবকে লিয়ে হিরো হুঁ অউর তুম লোগো কে লিয়ে ভিলেন। নাম হ্যায় মেরা শঙ্কর, হুঁ ম্যায় গুন্ডা নম্বর ওয়ান- গুন্ডা (হিন্দি)
৭. তুফান বছরে এক-আধবার আসে যখন আসে তখনই প্রলয় ঘটে ৷ আর যখন যায় ভগবানও তার অস্থিত্ব খুঁজে বেড়ায় ৷ বাপলিকের মার কেওড়াতলার পার- তুলকালাম (হিন্দি)
৮. সাপের ছোবল আর চিতার খাবোল, যেখানেই পরবে আড়াই কেজি মাংস তুলে নেবে- চিতা (বাংলা)
৯. রাবণকে সাহায্য করে রামকে মারতে চাইছেন? আমার এক কথা একশো কথার সমান- গুরু (বাংলা)
১০. বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাই বুঝি, যেই ভাষাটা আমি বুঝি সেই ভাষাটা বুঝিয়ে দিই- তুলকালাম (বাংলা)
আরও পড়তে পারেন: বিজেপির ব্রিগেড: বাংলা চায় প্রগতিশীল বাংলা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বিনোদন
অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আয়কর হানা
অনুরাগ এবং তাপসী প্রায়শই বিভিন্ন জাতীয় ইস্যুতে মুখ খুলেছেন।

খবর অনলাইন ডেস্ক: চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী তাপসী পান্নু-সহ আরও বেশ কয়েক জনের বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর।
জানা গিয়েছে, আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে বুধবার মুম্বইয়ের ২০টি জায়গায় হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। এর মধ্যে ছিল কাশ্যপের ফ্যান্টম ফিল্মসের অফিস এবং প্রযোজক মধু মান্টেনার বাড়ি।
একটি সূত্রের দাবি, ফ্যান্টম ফিল্মসের কর ফাঁকির মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে। ২০১৮ সালের একটি মামলার সূত্র ধরেই তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানি, মধু মান্টেনা, বিকাল বহেল-চার বন্ধু যৌথ ভাবে প্রযোজনা সংস্থা ফ্যান্টম ফিল্মস শুরু করেছিলেন। তবে ২০১৮ সালে সংস্থাটি বন্ধ হয়ে যায় বলে শোনা যায়।
উল্লেখ্য, অনুরাগ এবং তাপসী প্রায়শই বিভিন্ন জাতীয় ইস্যুতে মুখ খুলেছেন। একাধিক বার তাঁদের কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। সম্প্রতি কৃষক আন্দোলনকে সমর্থন করে পপ তারকা রিহানার টুইটাপ পোস্ট নিয়ে বিতর্ক বাঁধায় কেন্দ্রকে নিশানা করেন তাপসী।
অন্যদিকে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন নিয়ে মুখ খুলেছিলেন অনুরাগ। প্রতিবাদীদের উপর সরকারের দমনমূলক আচরণের সমালোচনা করেন তিনি। আবার বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্যে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়ান অনুরাগ।
আরও পড়তে পারেন: রাজনীতিতে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যোগ দিলেন তৃণমূলে
বিনোদন
রাজনীতিতে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যোগ দিলেন তৃণমূলে
মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের জন্য কাজ করতে চান অভিনেত্রী!

খবর অনলাইন ডেস্ক: বিধানসভা ভোটের আগে রাজনীতিতে নাম লেখালেন আরও এক টলিউড তারকা। বুধবার তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দিলেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)।
গত কয়েকদিন ধরেই তৃণমূলে টলিউডের বিভিন্ন পরিচিত মুখ যোগ দিচ্ছেন। শাসক শিবিরের থেকে খানিকটা পিছিয়ে থাকলেও যুযুধান বিজেপি-ও তারকাদের যোগদান করাচ্ছে। যেমন সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন টলিউডের আরেক অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কয়েক সপ্তাহ ধরেই রাজনীতিতে টলিউড-যোগ রীতিমতো ধারাবাহিক ভাবেই চলছে। তৃণমূল, বিজেপি উভয় দলেই নাম লেখাচ্ছেন অভিনেতারা।
এ দিন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসুর উপস্থিতিতে ঘাসফুল শিবিরে প্রবেশ করলেন সায়ন্তিকা।

তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে সায়ন্তিকা বলেন, “গুছিয়ে কথা বলতে পারি না। তবে শিখে নেব। প্রত্যেককে, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ। আমাকে কাজের সুযোগ করে দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানাই। আপনারা আশীর্বাদ চাই। দায়িত্ব যেন পালন করতে পারি”।
তিনি আরও বলেন, “বিগত ১০ বছর ধরেই আমি দিদির সঙ্গে রয়েছি। আজ অফিসিয়ালি যোগদান করলাম। আজ থেকে দিদির পাশে থেকে তাঁর হাত শক্ত করব। এখন সঠিক সময় এসে গিয়েছে। বাংলার মানুষ নিজে কী চান, সেটা প্রকাশ করার সময় এসেছে। আমি বাংলার সমস্ত মানুষকে অনুরোধ করব, দিদির পাশে থাকুন। আমরা জানি, বাংলা নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়”।
আরও পড়তে পারেন: পাঁচে শূন্য! দিল্লির পুরসভা উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি
-
রাজ্য2 days ago
পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
-
গাড়ি ও বাইক3 days ago
আরটিও অফিসে আর যেতে হবে না! চালু হল আধার ভিত্তিক যোগাযোগহীন পরিষেবা
-
রাজ্য2 days ago
বিধান পরিষদ গঠন করে প্রবীণদের স্থান দেওয়া হবে, প্রার্থী তালিকা ঘোষণা করে বললেন মমতা
-
রাজ্য1 day ago
কেন তড়িঘড়ি প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, সরব পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য